IND vs WI: এবিডির সঙ্গে তুলনা, এই প্লেয়ারই কি ভারতীয় ক্রিকেটের মি: ৩৬০ ডিগ্রি?
IND vs WI: কিন্তু এবার ভারতীয় ক্রিকেট দলেও নাকি ৩৬০ ডিগ্রি খেলার ক্ষমতাসম্পন্ন প্লেয়ার এসে গিয়েছেন। প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্য়াটার পার্থিব পটেল অন্তত তেমনই মনে করেন।
![IND vs WI: এবিডির সঙ্গে তুলনা, এই প্লেয়ারই কি ভারতীয় ক্রিকেটের মি: ৩৬০ ডিগ্রি? 'He is India's 360-degree player': Parthiv draws similarity between AB de Villiers and 'versatile' batting star IND vs WI: এবিডির সঙ্গে তুলনা, এই প্লেয়ারই কি ভারতীয় ক্রিকেটের মি: ৩৬০ ডিগ্রি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/21/7fd3a45914a7d73f1c1a8feff82388d4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিশ্ব ক্রিকেটে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বললেই মনে পড়ে তাঁর কথা। এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন তারকা ক্রিকেটার মাঠের চারধার ধরে শট খেলার অসামান্য ক্ষমতার জন্য নজর কেড়েছিলেন। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট দলেও নাকি ৩৬০ ডিগ্রি খেলার ক্ষমতাসম্পন্ন প্লেয়ার এসে গিয়েছেন। প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্য়াটার পার্থিব পটেল অন্তত তেমনই মনে করেন। ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদবকেই এবিডির সঙ্গে তুলনা করেছেন পার্থিব। গোটা সিরিজেই ব্যাট হাতে চমক দেখিয়েছেন। শেষ টি-টোয়েন্টি ম্যাচে সূর্যর ব্যাট থেকে এসেছিল ৬৫ রানের ঝকঝকে ইনিংস।
প্রাক্তন উইকেট কিপার ব্যাটার পার্থিব বলছেন, ''সূর্য যখনই সুযোগ পেয়েছে, তা কাজে লাগিয়েছে। পাঁচ নম্বরে নেমে দুর্দান্ত খেলল। ম্যাচের পরিস্থিতিটা খুব সুন্দর বুঝতে পারে ও। রোহিত কিন্তু ভাল খেলতে পারেনি। আউট হয়ে গিয়েছিল। কিন্তু সূর্য মিডল অর্ডারে চাপের মুখে এমন ইনিংস খেলল। একজন সেট ব্যাটার শেষ পর্যন্ত টিকে থাকলে বোলারের পক্ষেও তাঁকে আটকানো সমস্যা হয়ে যায়। ক্যারিবিয়ান বেলাারদের ক্ষেত্রেও যা সমস্যা হয়েছে। আমি বলব সূর্যকুমার ভারতীয় ক্রিকেটের এবি ডিভিলিয়ার্স। ওর সেই ক্ষমতা রয়েছে যে মাঠের চারধার ধরে শট খেলার।''
ইডেনের (Eden Gardens) বাইশ গজ তিনি চেনেন হাতের তালুর মতো। এক সময় ভরা ইডেনে চার-ছক্কার ফোয়ারা ছোটাতেন। তাঁর ব্যাটের তাণ্ডব দেখে ইডেনের বি ব্লকের বিখ্যাত ব্যালকনির রেলিং বেয়ে উঠে হাততালি দিতেন শাহরুখ 'কিং' খান।
সেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রবিবার জ্বলে উঠলেন ইডেনেই। কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে এক সময় আইপিএলে (IPL) ঝোড়ো ইনিংস খেলা ক্রিকেটার ৩১ বলে করলেন ৬৫ রান। মারলেন ১ চার ও ৭ ছক্কা। তাঁর ব্যাটে চার-ছক্কার রোশনাইয়ে রাতের ইডেনে যেন ঠিকরে বেরোল আলো। সূর্যকে যোগ্য সঙ্গত করলেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। যিনি বর্তমান কেকেআর দলের অন্যতম সম্পদ। ১৯ বলে ৩৫ রান করে অপরাজিত রইলেন । পঞ্চম উইকেটে ৩৭ বলে ৯১ রান যোগ করলেন তাঁরা। ইডেনে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৮৪/৫ । জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানেই শেষ হয়ে গেল ভারতের ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)