Indian Womens Hockey: টানা ৩ ম্যাচে হার, জার্মানি সফরে লজ্জার হ্যাটট্রিক ভারতীয় মহিলাদের
Hockey News: ম্যাচের ৫২ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন নাইকি লরেঞ্জ। শার্লট স্টেপেনহর্স্ট ২ মিনিট পরেই গোল করে ২-০ করেন স্কোর।
নয়াদিল্লি: তিন ম্যাচ। তিনটিতেই হার। জার্মানি সফর অভিশাপের হয়ে রইল ভারতীয় মহিলা হকি দলের (Indian Womens Hockey Team)। সফরের শেষ ম্যাচেও জার্মানির কাছে ২-০ গোলে পরাজয় হজম করতে হল ভারতকে।
ম্যাচের ৫২ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন নাইকি লরেঞ্জ। শার্লট স্টেপেনহর্স্ট ২ মিনিট পরেই গোল করে ২-০ করেন স্কোর। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। জার্মানি সফরে টানা তিন ম্যাচই হারল ভারতীয় মহিলা হকি দল। প্রথম দুই ম্যাচে চিন ও জার্মানি হারিয়েছিল ভারতকে।
সামনেই হাংঝাউ এশিয়ান গেমস। সেই প্রতিযোগিতার আগে প্রস্তুতির জন্য বিরাট এক মঞ্চ ছিল জার্মানি সফর। কিন্তু সফর শেষে ভারতীয় দলের জন্য থেকে গেল এক রাশ উদ্বেগ।
সফরের প্রথম ম্যাচে চিনের কাছে ৩-২ গোলে হারতে হয়েছিল ভারতকে। পরের ম্যাচে জার্মানি ৪-১ গোলে হারিয়েছিল ভারতকে। তবে হারতে হলেও, ওই দুই ম্যাচেই গোল করেছিল ভারত। পাল্টা লড়াইও হয়েছিল কিছুটা। যদিও তৃতীয় ম্যাচে জার্মানির গোলমুখ খুলতেই পারেনি ভারত। ২-০ গোলে পরাজয় হজম করতে হয়।
ম্যাচের শুরুর দিকে অবশ্য লড়াই করেছে ভারত। প্রথম তিন কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হয়েছিল। তবে চতুর্থ তথা শেষ কোয়ার্টারে মাত্র ২ মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে ভারত।
🚨 Line Up 🚨
— Hockey India (@TheHockeyIndia) July 19, 2023
Here is the Starting XI who will face Germany in the final match of India's Tour of Germany 2023.#HockeyIndia #IndiaKaGame pic.twitter.com/dIh4PVe7hz
ম্যাচের শুরুতে দুটি পেনাল্টি কর্নার পেয়েছিল ভারতীয় দল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। কোনও গোল হয়নি ওই দুই পেনাল্টি কর্নারক থেকে। অন্যদিকে, তৃতীয় পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করে এগিয়ে যায় জার্মানি।
Heartbreak as Germany scores two late goals to secure victory over India.#HockeyIndia #IndiaKaGame pic.twitter.com/tpGpq1jVmM
— Hockey India (@TheHockeyIndia) July 19, 2023
জার্মানি থেকে স্পেন সফরে যাবে ভারতীয় দল। স্পেন হকি সংস্থার ১০০ বছর পূর্তিতে আয়োজিত আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশ নেবে ভারত।
আরও পড়ুন: এশিয়া কাপে কবে ভারত-পাক মহারণ? কোথায় হবে খেলা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন