এক্সপ্লোর
Advertisement
নাকে নাক ঘষে দলাই লামার আশীর্বাদ, শান্তিতে ঘুম হবে, বলছেন স্মিথ
ধর্মশালা: ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট শুরু হওয়ার আগের দিন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আজ স্টিভ স্মিথের দল ম্যাকলয়েডগঞ্জ মঠে গিয়ে দলাই লামার সঙ্গে দেখা করে। বৌদ্ধ ধর্মগুরুর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে খুশি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। স্মিথ বলেছেন, দলাই লামার আশীর্বাদ পেয়ে তিনি এবার রাতে শান্তিতে ঘুমোতে পারবেন।
শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া দলাই লামার সঙ্গে দেখা করার পর অসি অধিনায়ক বলেছেন, ‘দলাই লামার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে দারুণ লাগছে। আমি তাঁকে প্রশ্ন করেছিলাম, কীভাবে রাতে শান্তিতে ঘুমোতে পারব। তিনি আমাকে তিব্বতের রীতি অনুযায়ী নাকে নাক ঘষে আশীর্বাদ করেন। এবার আশা করি আগামী পাঁচ দিন ভাল ঘুম হবে।’
২০১৩ সালে ধর্মশালায় খেলতে এসে দলাই লামার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু সেবার তাঁদের ইচ্ছাপূরণ হয়নি। তবে স্মিথরা ভাগ্যবান। তাঁরা দলাই লামার সঙ্গে দেখা করার সুযোগ পেলেন। এবার খোলা মনে তাঁরা ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচে খেলতে নেমে ভাল পারফরম্যান্স দেখাতে চাইছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement