এক্সপ্লোর
গত ছয় ইনিংসে শামির ব্যাটে কত রান এসেছে জানেন ?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজ ২-০ জয়ের পথে ভারত। বিশ্বের পয়লা নম্বর দলের বেশ কয়েকজন খেলোয়াড় দুরন্ত ফর্মে রয়েছেন। এক্ষেত্রে সবচেয়ে নজর কেড়েছে পেস বোলিং অ্যাটাক।

কিংস্টন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজ ২-০ জয়ের পথে ভারত। বিশ্বের পয়লা নম্বর দলের বেশ কয়েকজন খেলোয়াড় দুরন্ত ফর্মে রয়েছেন। এক্ষেত্রে সবচেয়ে নজর কেড়েছে পেস বোলিং অ্যাটাক। পেসারদের পারফরম্যান্সের দৌলতে ভারত একের পর এক টেস্টে জয় হাসিল করছে। বোলারদের মধ্যে কেউ কেউ ব্যাট হাতেও দলকে ভরসা দিচ্ছেন। ইশান্ত শর্মা অ্যান্টিগাতে তাঁর ব্যাটিং সক্ষমতার পরিচয় দিয়েছিলেন। চলতি টেস্টের প্রথম ইনিংস হাফসেঞ্চুরি করে দলের স্কোরবোর্ডে বড় রান তুলতে সাহায্য করেছেন ইশান্ত। কিন্তু মহম্মদ শামি বল হাতে কামাল দেখালেও ব্যাটিংয়ে একেবারেই সুবিধা করতে পারছেন না। এর আগে কখনও কখনও ইশান্তের আগেও ব্যাট করতে নেমেছেন শামি। কিন্তু গত ছয়টি ইনিংসে তাঁর ব্যাট থেকে একটি রানও আসেনি। দেখে নেওয়া যাক-গত ছয়টি ইনিংসে শামির ব্যাটিং পরিসংখ্যান- কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ০ (২) নর্থসাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ০ (১) মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ (৩) অপরাজিত পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ (০) অপরাজিত পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ (১) অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ (১) এজন্য কেউ কেউ মনে করছেন, কোচ রবি শাস্ত্রীকে বোলারদের নিয়ে বসতে হবে এবং কথা বলতে হবে। কেননা, টেস্ট ম্যাচে অনেক সময় লোয়ার অর্ডারের রান দলের পক্ষে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















