Tokyo Paralympic 2020: ''আমি নিশ্চিত মেয়ে সোনা জিতবেই'', আশাবাদী ভাবিনার বাবা হাসমুখভাই পটেল
Tokyo Paralympic 2020: শনিবার সেমিতেও জয় ছিনিয়ে নিলেন ভাবিনাবেন। আর তার সঙ্গে সঙ্গেই সোনা জয়ের হাতছানি এবার ভারতীয় প্যাডলারের সামনে। ভাবিনার বাবা আশাবাদী যে মেয়ে সোনা জিতেই আসবেন।
টোকিও: প্যারালিম্পিক্সে কি টেবিল টেনিসে তাহলে সোনা আসতে চলেছে ভারতের ঝুলিতে। শুক্রবারই কোয়ার্টার ফাইনালে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছিলেন। এবার শনিবার সেমিতেও জয় ছিনিয়ে নিলেন ভাবিনাবেন। আর তার সঙ্গে সঙ্গেই সোনা জয়ের হাতছানি এবার ভারতীয় প্যাডলারের সামনে। ভাবিনার বাবা আশাবাদী যে মেয়ে সোনা জিতেই আসবেন। ভাবিনাবেনের বাবা হাসমুখভাই পটেল বলেন, 'আমি আজ খুব খুশি। ভাবিনা অবশ্যই সোনা জিততে চলেছে টোকিও প্যারালিম্পিক্সে। গত ২০ বছর ধরে ও টেবিল টেনিস খেলছে। দারুণ ফর্মে রয়েছে ও।'
I am very happy today. Bhavina Patel is definitely going to win a gold medal. For the last 20 years, she is playing Table Tennis: Hasmukhbhai Patel, Bhavina's father pic.twitter.com/mSDDtO3K3E
— ANI (@ANI) August 28, 2021
চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এদিন শুরুটা অবশ্য ভাল হয়নি ভাবিনাবেনের। ম্যাচের প্রথম গেমে হেরে গিয়েছিলেন ভাবিনাবেন। খেলার ফল ছিল ৭-১১। এরপর দ্বিতীয় ও তৃতীয় গেমে যদিও ১১-৭ ও ১১-৪ ব্যবধানে জয় ছিনিয়ে ছিনিয়ে নেন তিনি। চতুর্থ গেমে যদিও ৯-১১ ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম গেম জিতে ম্য়াচ জিতে নেন ভাবিনাবেন। পঞ্চম গেমের ফল ১১-৮। আগামীকাল ভারতীয় সময় সকাল ৭.১৫ তে সোনা জয়ের লড়াইয়ে খেলতে নামবেন ভাবিনাবেন। ফাইনালেও চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের এই প্যাডলার।
টোকিও অলিম্পিক্সে মোট ৭টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। এবার প্যারালিম্পিক্সেও পদকের স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা।
এর আগে কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার প্রতিপক্ষকে ৩-০ গেমে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে যান তিনি। প্যারালিম্পিক্স টেবিল টেনিসের ক্লাস ফোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে সার্বিয়ার বোরিস্লাভা র্যাঙ্কোভিচ পেরিচের মুখোমুখি হয়েছিলেন ভাবিনাবেন। তাঁকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় প্যাডলার। ১১-৫, ১১-৬, ১১-৭ গেমে উড়িয়ে শেষ চারে পৌঁছে গিয়েছেন ভাবিনাবেন।
এবারের টোকিও অলিম্পিক্স থেকে মোট ৭টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। এবার প্যারালিম্পিক্সেও স্বপ্ন দেখাচ্ছেন দেশের প্যারা অ্যাথলিটরা।