এক্সপ্লোর
Advertisement
আমার এবং ডি ভিলিয়ার্সের তাড়াতাড়ি আউটই হারের অন্যতম কারণ:কোহলি
বেঙ্গালুরু: রবিবার মধ্যরাতে আইপিএল ট্রফি যখন সানরাইজার্স হায়দরাবাদের হাতে উঠল, তখন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা হিসেবে তাঁর নাম ঘোষণা হল। শুধু দ্বিতীয় সেরা নয়, সর্বাধিক ছক্কার পুরস্কারও পেলেন বিরাট কোহলি। কিন্তু তার সঙ্গে পড়ল বড় একটা দীর্ঘশ্বাস। কারণ জয়ের এত কাছে এসে স্বপ্ন ভাঙার যন্ত্রণা। তার সঙ্গে কোহলির স্বীকারোক্তি, তাঁর এবং ডি ভিলিয়ার্সের উইকেটের শীঘ্র পতনই ঘুরিয়ে দিল ম্যাচের মুখ।
তবে নবম আইপিএল-এ তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পারফর্মেন্স সম্পর্কে তিনি গর্বিত, উচ্ছ্বসিত। তিনি জানান, এতদিন পর্যন্ত তাঁর দল যা করেছে, সবটাই বেঙ্গালোরবাসীর জন্যে উত্সর্গ করলেন তিনি। তাঁরা সবসময়, সবরকমের পরিস্থিতিতেই কোহলিদের পাশে ছিল। কোহলির অকপট স্বীকারোক্তি, তিনি এবং ডিভিলিয়ার্স যদি আর কিছুক্ষণ মাঠে থাকতে পারতেন, তাহলে হয়তো টুর্নামেন্টের ফল অন্যরকম কিছু হত।
হারের হাহাকারের মধ্যে তাঁর নিজস্ব ৯৭৩ রান, কমলা টুপি, এত পুরস্কারের স্রোত, সবকিছুই ভাল, কিন্তু বড় যন্ত্রণাদায়ক, মন্তব্য কোহলির। তিনি মনে করেন রবিবারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং আক্রমণই আজ তাঁদের ঘরে ট্রফি তুলে দিল।
এদিকে দুটো বিশ্ব জয়ের রেকর্ড থাকলেও, এই প্রথম যুবরাজ সিংহের দল সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল জিতল। এপ্রসঙ্গে যুবির মন্তব্য, তাঁর দলের অসাধারণ পারফর্মেন্সই তাঁদের টিমকে ফের লড়াইয়ে ফিরিয়ে এনেছে। ভুবি এবং ফিজ-এর উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি। জয়ের পর খুশি সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার শিখর ধবনও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement