Virat Kohli: হ্যারিসকে হাঁকানো ছক্কা আইসিসির বিচারে 'শট অফ দ্য সেঞ্চুরি', কী বললেন বিরাট?
ICC World Cup 2023: ইডেনে শতরান হাঁকিয়েছিলেন নিজের ওয়ান ডে কেরিয়ারের ৪৯ তম। সচিনে ছুঁয়ে এখন ৫০ ওভারের ফর্ম্য়াটে তিনিই সর্বাধিক সেঞ্চুরির মালিক।
বেঙ্গালুরু: বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনটি অর্ধশতরান করেছেন এখনও পর্যন্ত। ঝুলিতে রয়েছে দুটো সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ইডেনে শতরান হাঁকিয়েছিলেন নিজের ওয়ান ডে কেরিয়ারের ৪৯ তম। সচিনে ছুঁয়ে এখন ৫০ ওভারের ফর্ম্য়াটে তিনিই সর্বাধিক সেঞ্চুরির মালিক। কিছুদিন আগেই আইসিসি বিরাটের (Virat Kohli) গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যারিস রউফকে ব্যাকফুটে গিয়ে হাঁকানো ছক্কাকে শট অফ দ্য সেঞ্চুরি আখ্যা দিয়েছে।
বিরাট বলছেন, ''আমি এই শটটা পরবর্তীতে অনেকবার দেখেছি। কিন্তু ক্রিজে ওই বিশেষ মুহূর্তটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। আমি জানি এই মুহূর্তটি আর ফিরে আসবে না। এগুলো কিছু মুহূর্ত, যার জন্য় আমি বারবার নষ্টালজিক হয়ে যাই। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেছিলেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে হারতে হারতে শেষে বিরাটের ব্যাটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ১৯ তম ওভারের শেষ দুই বলে হারিস রউফকে পর পর দুটি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বিরাট কোহলি। এর পর শেষ ওভারও নাটকীয় ছিল। অবশেষে ভারত এই ম্যাচ জেতে।
আইসিসি এক বিবৃতিতে লিখেছে, ''ভারত সমস্যায় পড়েছিল সেই সময়। মনে হচ্ছিল মাত্র আট বলে ২৮ রান দরকার ছিল। হারিস রউফ ভাল বোলিং করছিলেন। নিজের চতুর্থ ওভারে তাঁর আর দুবল বাকি ছিল। তখন পর্যন্ত রউফ তাঁর স্পেলে মাত্র ২৪ রান দিয়েছিলেন। তখন কোহলির দুটো ছক্কা ম্যাচ ঘুরিয়ে দেয়।"
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিং কোহলি। তাঁর ব্যাট থেকে এসেছে দুটো শতরান ও তিনটি অর্ধশতরান। ২০২৩ সালে এখনও পর্যন্ত ২৪টি ম্যাচে বিরাটের রান ১১৫৫। সর্বাধিক শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৬৬। গড় ৭২.১৮। স্ট্রাইক রেট ৯৯.৮২। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৬টি অর্ধশতরান। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পর প্রায় আড়াই বছর কোহলির ব্যাটে কোনও শতরান আসেনি। সেই কথা প্রসঙ্গে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ভিভ বলেন, ''গত কয়েকটা বছর ও খারাপ সময় দেখেছে। আসলে একজন পারফর্মারকে উন্নতি করতে হলে মাঝেমধ্যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। সবাই অবশ্য খারাপ সময়কে উড়িয়ে এগিয়ে যেতে পারে না। বিরাট প্রকৃত চ্যাম্পিয়ন বলেই ফর্মে ফিরেছে।''