Asia Cup 2022: ছন্দে ফিরলেই ভয়ঙ্কর হয়ে উঠবেন? কী বললেন কোহলি?
Virat Kohli: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিরাট কোহলি বনাম বাবর আজম দ্বৈরথ। বর্তমানে ক্রিকেটবিশ্বের সেরা ব্যাটার কে, বিরাট না বাবর, তা নিয়ে ক্রিকেট বিশ্বে জোরদার আলোচনা চলে।
নয়াদিল্লি: এশিয়া কাপ (Asia Cup) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর টুর্নামেন্টে ভারতের অভিযান শুরু হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। যে ম্যাচে আলাদা নজর থাকবে বিরাট কোহলির (Virat Kohli) দিকে। যে ম্যাচ তাঁর কাছে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মঞ্চও।
কেন?
কারণ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিরাট কোহলি বনাম বাবর আজম দ্বৈরথ। বর্তমানে ক্রিকেটবিশ্বের সেরা ব্যাটার কে, বিরাট না বাবর, তা নিয়ে ক্রিকেট বিশ্বে জোরদার আলোচনা চলে। দুরন্ত ছন্দে আছেন বাবর। কিন্তু বিরাট একেবারেই নিষ্প্রভ। শেষ সেঞ্চুরি পেয়েছিলেন প্রায় তিন বছর আগে। ২০১৯ সালে, ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে। তারপর থেকেই বিরাটের ব্যাটে রানের খরা। আসন্ন এশিয়া কাপে তিনি কেমন খেলেন, দেখতে মুখিয়ে রয়েছে বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমী।
এশিয়া কাপের প্রস্তুতিতে খামতি রাখছেন না কোহলি। টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে কোহলি বলেছেন, ‘ইংল্যান্ডে যা হয়েছিল তার ওপর কাজ করছি। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে না এমন কোনও সমস্যা রয়েছে যেটাকে নির্দিষ্ট ভাবে চিহ্নিত করা যাবে না। আমি জানি আমি ভাল ব্যাট করছি। যদি একবার মনে হয় আমি ছন্দে ফিরেছি, তাহলে বুঝব আমি ভাল ব্যাট করছি। ইংল্যান্ডে কিন্তু এরকম অনুভূতি হয়নি। ওখানে আমার মনে হয়নি যে, আমি ভাল ব্যাটিং করছি। তাই একটা দিক যেটা সকলের সামনে চলে আসতে পারে সেটা নিয়ে আমি প্রচুর পরিশ্রম করেছি। আর মনে হয় সমস্যা নেই।’
খারাপ সময় যে তাঁকে আরও ধারাল করে তুলেছে, জানিয়েছেন বিরাট। বলেছেন, ‘আমি জানি আমি কীরকম খেলছি আর পরিস্থিতি সামলানোর ক্ষমতা না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে কেউ এতদূর আসতে পারে না। বিভিন্ন পরিবেশ পরিস্থিতি ও নানা ধরনের বোলারদের বিরুদ্ধে খেলতে হয়। আমি এই পরিস্থিতি থেকে শিক্ষা নিতে চাই। জানি সব ক্রিকেটারের কেরিয়ারেই উত্থান-পতন থাকে। আমি জানি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলে আমি কত ধারাবাহিক হতে পারি। আমার অভিজ্ঞতা নিজের কাছে পবিত্র। এই খারাপ সময় আমাকে মানুষ হিসাবে নিজেকে আরও মূল্য দিতে শিখিয়েছে।'
আরও পড়ুন: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা