Pat Cummins: 'আমি আপনার স্ত্রী-কে ভালবাসি', প্রেমদিবসে ভারতীয় ভক্তের বার্তা, কী বললেন কামিন্স?
Pat Cummins Update: অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে কিছুদিন আগেই ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন কামিন্স। এছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও জিতেছেন। ভারতে আসবেন কিছুদিন পর আইপিএল খেলতে।
মেলবোর্ন: তিনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিশ্বের অন্যতম সেরা পেস বোলার। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ফলোয়ার। নিজের ইনস্টাগ্রামে ভালবাসার দিনে স্ত্রী-র সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। আর সেই ছবিতেই কি না আজব কমেন্ট করে বসলেন এক ভারতীয়। নিজেকে ভারতীয় বলে সেই ছবির নিজে কমেন্ট বক্সে সেই ভারতীয় লিখেছেন, ''আমি তোমার স্ত্রী-কে ভালবাসি''। কী ভাবছেন? এমন আজব কমেন্ট পড়ে যে কোনও ব্যক্তিই হয়ত মাথা ঠিক রাখতে পারবেন না। নিজের পরিবারের মানুষ, ভালবাসার মানুষকে নিয়ে এমন বক্তব্য। তবে কামিন্স কিন্তু সেই ব্যক্তিকে দুর্দান্ত একটি জবাব দিয়েছেন।
কামিন্স সেই ভক্তের কমেন্টের রিপ্লাইয়ে লিখেছেন, ''ঠিক আছে, আমি আমার স্ত্রী-কে আপনার বার্তা পাঠিয়ে দেব।'' একবার দেখে নেওয়া যাক কী পোস্ট করেছিলেন কামিন্স তাঁর সোশ্য়াল মিডিয়ায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে।
View this post on Instagram
আর এটাও দেখে নিন সেই ভারতীয় সমর্থক কী কমেন্ট করেছেন-
Pat Cummins. 🤣 pic.twitter.com/kiXGpYAzgv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 14, 2024
সম্প্রতি অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জিতেছে। যদিও সেই সিরিজে খেলেননি কামিন্স। যদিও পারথে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩৭ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়াল ক্যারিবিয়ানরা। ২২০ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৮৩ রানে থামিয়ে দেয় তারা। প্রথম দুই ম্যাচ জিতে তিন টি-টোয়েন্টির সিরিজটি আগেই নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।
আন্দ্রে রাসেল। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য যাঁকে বলা হয় মাসল রাসেল। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা অস্ত্র। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯ বলে ৭১ রানের খুনে মেজাজের ইনিংস খেললেন। সেই সঙ্গে গড়লেন এক রেকর্ডও। শেন রাদারফোর্ডের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৩৯ রান যোগ করলেন রাসেল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যা সর্বোচ্চ।
রাসেল ও রাদারফোর্ডের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের করা ২২০ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দলটির সর্বোচ্চ। আগের সেরা এই সিরিজের দ্বিতীয় ম্যাচে করা ২০৭ রান। বিশাল রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রেখেছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি ৩ ছক্কা ও ৯ চারে ৪৯ বলে ৮১ রান করেন। এই ইনিংসের পথে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান (৩ হাজার ৬৭) স্পর্শ করেন বাঁহাতি ওপেনার। পরে ৪ ছক্কা ও ২ চারে ১৯ বলে ৪১ রান করেন ডেভিড। তবে ১৮৩-তে থেমে যায় অজিরা।