এক্সপ্লোর
দেখিয়ে দিতে চেয়েছিলাম ও কী, তাই রূঢ় আচরণ করতাম, বলছেন যুবরাজের বাবা
গতকালই আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন যুবরাজ।

মুম্বই: ছেলে যুবরাজ সিংহের সঙ্গে কঠোর আচরণ করলেও, তাঁর জন্য তিনি গর্বিত বলেই জানালেন যোগরাজ সিংহ। সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, ‘ওর মতো ছেলের কাছে আমি কৃতজ্ঞ। আমি ছেলেকে ধন্যবাদ জানাই। আমি ওকে সবসময় বলি, ওর জন্য গর্বিত। যুবরাজের যদি মনে হয়, আমি ওর সঙ্গে রূঢ় আচরণ করেছি, তাহলে বলতে চাই, লোকের কাছে কিছু প্রমাণ করার ছিল। আশা করি ও সেটা বুঝবে।’
গতকালই আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন যুবরাজ। বাবার সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেছেন, ‘উনি আমার কাছে সবসময় ড্রাগনের মতো। ড্রাগনের মুখোমুখি হওয়া আমার কাছে অত্যন্ত কঠিন কাজ ছিল। কয়েকদিন আগে আমি তাঁর সঙ্গে শান্তি স্থাপন করেছি। আমি তাঁর সঙ্গে কথা বলেছি। আমি আমার কথা বলেছি, তিনি নিজের কথা বলেছেন। এতে আমি খুব শান্তি পেয়েছি। কারণ, গত ২০ বছরে কোনওদিন এভাবে তাঁর সঙ্গে কথা হয়নি।’ এবার যোগরাজও ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
