এক্সপ্লোর
সময় এলে আমি নিজেই অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেব, বলছেন যুবরাজ
মুম্বই: পারফরম্যান্সের মাধ্যমেই সমালোচকদের জবাব দিয়েছেন যুবরাজ সিংহ। গতকাল আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৫ বলে ৫৩ রান করেছেন এই অভিজ্ঞ বাঁ হাতি অলরাউন্ডার। দলকে জেতাতে না পারলেও, তাঁর এই ইনিংস ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছে।
২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় কবে অবসর নেবেন, সে বিষয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। তবে যুবরাজ এ বিষয়ে আলোচনায় কান দিতে নারাজ। তিনি বলেছেন, ‘গত দু’বছর ধরে আমি ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছি। আমি ঠিক করতে পারছিলাম না কী করা উচিত। তবে যখন সময় আসবে, আমি নিজেই অবসরের সিদ্ধান্ত নেব। কাউকে বলে দিতে হবে না।’
যুবরাজ আরও বলেছেন, ‘আমি ক্রিকেট উপভোগ করি বলেই খেলা শুরু করেছিলাম। সেই সময় আমি ভারতের হয়ে খেলতাম না। তখন আমি অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলে খেলতাম। আমার কাছে ক্রিকেট উপভোগ করাই আসল বিষয়। অবসরের বিষয়ে আমি সচিনের (তেন্ডুলকর) সঙ্গে কথা বলছি। ওর সঙ্গে কথা বলে উপকার হয়েছে। আমি এখনও ক্রিকেট উপভোগ করছি বলেই খেলে যাচ্ছি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement