Mirabai Chanu: দেশের হয়ে আরও একটি পদক জিততে চাই: মীরাবাঈ চানু
Mirabai Chanu Update: আগামীতে ফের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পদক এনে দিতে চান। তিনি বলছেন, ''আমি চাই দেশকে আরও একটি পদক এনে দিতে।
নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) রুপো জিতেছিলেন। কমনওয়েলথ গেমসে (Commonwelth Games) সোনা জিতেছিলেন। এবার ভারত্তোলনে দেশকে আরও একটি পদক এনে দিতে মরিয়া সাইখম মীরাবাঈ চানু (Mirabai Chanu)। ২৭ বছরের এই তরুণী ভারত্তোলক আগামীতে ফের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পদক এনে দিতে চান। তিনি বলছেন, ''আমি চাই দেশকে আরও একটি পদক এনে দিতে। আমার প্রস্তুতি যদি ঠিকঠাক এগোয়, তবে আমি আশাবাদী যে আরও একবার দেশের জন্য পদক জিততে পারব। আমি নিজের সেরা প্রস্তুতি সারতে চাই। টোকিওতে রুপো জিতেছিলাম। এবার প্যারিস অলিম্পিক্স থেকে সোনা জিততে চাই আগামী বছর।''
দেশের অনেক তরুণ তরুণীকে উদ্বুদ্ধ করেছেন মীরাবাঈ। ভারত্তোলনে নিজের আগামী লক্ষ্য ও সেই বিষয়ে মুখ খুলেন অলিম্পিক্সে পদকজয়ী বলেন, ''ভাল লাগে যখন আমি দেশকে পদক এনে দেওয়ায় অনেক তরুণ, তরুণীকে উদ্বুদ্ধ করতে পেরেছি। আমি নিজের ভারত্তোলক বলেই নয়। এই ভারত্তোলনে আরও অনেকে এগিয়ে আসুক, এটাই চাই।''
নীরজের লক্ষ্য
দেশের প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে অলিম্পিক্সে (Tokyo Olympics 2023) পদক জিতেছেন। এমনকী ট্র্য়াক অ্য়ান্ড ফিল্ডে অলিম্পিক্সে প্রথম সোনা জিতেছিলেন তিনি। সেই নীরজ চোপড়া (Neeraj Chopra) এবার তাঁর নিজের লক্ষ্যস্থির করে ফেললেন। অলিম্পিক্স পদক জয়ের স্বপ্নপূরণ হয়ে গেলেও ৯০ মিটার দূরত্ব জ্য়াভলিন ছোড়া লক্ষ্য পানিপথের তরুণের। গত ২ বছর ধরে যে চেষ্টা তিনি করে চলেছেন। তবে চলতি বছরেই সেই লক্ষ্যপূরণের বিষয়ে আশাবাদী নীরজ।
গত বছর জুনে স্টকহোমে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের কেরিয়ারের সেরা ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার বলেন, ''৯০ মিটার দূরত্ব করে অতিক্রম করতে পারব, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অনেক প্রশ্ন উঠছিল। আশা করি চলতি বছরেই সেই প্রশ্নের উত্তর দিতে পারব।'' উল্লেখ্য টোকিও অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার ছুঁড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন নীরজ।
কিছুদিন আগে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের সঙ্গে দেখা করেছিলেন নীরজ। শেফালিদের সঙ্গে ফাইনালের আগে কথাও বলেন তিনি। নীরজ বলছেন, ''ওঁদের সঙ্গে দেখা করে দারুণ লেগেছে। অনেকই বলছে যে আমার সঙ্গে দেখা করে ওঁরা জয়ের রসদ পেয়ে যায়। কিন্তু আমি তেমনটা একদমই মনে করি না। শেফালিরা নিজেদের দক্ষতায় বিশ্বকাপ জিতেছে।''