ICC Announcement: ২০৩১ সালে একদিনের বিশ্বকাপ ভারত-বাংলাদেশে, ঘোষণা আইসিসি-র
ICC World Cup 2031: ২০২৪ থেকে ২০৩১-এর মধ্যে আইসিসি প্রতিযোগিতাগুলি কবে, কোথায় হবে, সেটা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী, ২০৩১ সালের অক্টোবর-নভেম্বরে ভারত-বাংলাদেশে বিশ্বকাপ হবে।
দুবাই: ২০১১ সালে একদিনের বিশ্বকাপ হয়েছিল ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কায়। তার ২০ বছর পরে ২০৩১ সালে ফের ভারতীয় উপমহাদেশে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। এবার এই বিশ্বকাপ হবে ভারত ও বাংলাদেশে। আইসিসি-র পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ২০২৪ থেকে ২০৩১-এর মধ্যে আইসিসি প্রতিযোগিতাগুলি কবে, কোথায় হবে, সেটা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী, ২০৩১ সালের অক্টোবর-নভেম্বরে ভারত-বাংলাদেশে বিশ্বকাপ হবে।
আইসিসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২০২৬-এর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। এরপর ২০২৯-এর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে ভারতে আগামী কয়েক বছরের মধ্যে হতে চলেছে তিনটি আইসিসি প্রতিযোগিতা।
২০২৪-এর জুনে প্রথমবার টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ২০১০-এ ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল টি-২০ বিশ্বকাপ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দ্বিতীয়বার হতে চলেছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বকাপ।
এরপর ২০২৫-এর ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯৯৬ সালে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় হয়েছিল একদিনের বিশ্বকাপ। তার ২৯ বছর পর ফের পাকিস্তানে হতে চলেছে কোনও আইসিসি প্রতিযোগিতা।
২০২৬-এ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। তারপর ২০২৭-এর অক্টোবর-নভেম্বরে নামিবিয়া, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে একদিনের বিশ্বকাপ। এই প্রথম নামিবিয়ায় আইসিসি বিশ্বকাপ হতে চলেছে। এর আগে ২০০৩-এ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েতে শেষবার একদিনের বিশ্বকাপ হয়েছিল। তার ২৪ বছর পর এই দুই দেশে ফিরতে চলেছে বিশ্বকাপ।
২০২৮-এর অক্টোবরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। তারপর ২০২৯-এর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ২০৩০-এ ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে হবে টি-২০ বিশ্বকাপ। এর আগে ১৯৯৯ সালে শেষবার আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে একদিনের বিশ্বকাপ হয়েছিল। সেবারও এই দুই দেশের সঙ্গে আয়োজক ছিল ইংল্যান্ডও।