![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CWC 2023 Reschedule: পাল্টে গেল বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের দিন, সূচি বদল ইডেনে বাবরদের ম্যাচেরও
Eden Gardens: ১২ নভেম্বরের সেই ম্য়াচের সূচিও পাল্টে গিয়েছে। কালীপুজোর আগের দিন, অর্থাৎ ১১ নভেম্বর হবে ইডেনের ম্যাচ।
![CWC 2023 Reschedule: পাল্টে গেল বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের দিন, সূচি বদল ইডেনে বাবরদের ম্যাচেরও ICC announces revised World Cup schedule IND vs PAK on Oct 14 know details CWC 2023 Reschedule: পাল্টে গেল বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের দিন, সূচি বদল ইডেনে বাবরদের ম্যাচেরও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/6451fe48751c09b143605abc21bbc450169158256239550_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: জল্পনা চলছিলই। তাতেই অনুমোদন দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। বুধবার বিকেলে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল যে, বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের সূচি পাল্টে যাচ্ছে। ১৫ অক্টোবরের পরিবর্তে আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজমদের (Babar Azam) দ্বৈরথ হবে ১৪ অক্টোবর।
স্বস্তিতে সিএবি কর্তারাও। কারণ, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কালীপুজোর দিন পড়েছিল পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ। যা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। কালীপুজোর দিন নিরাপত্তার আয়োজন করতে পারবে না বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। তাই সেই ম্যাচের সূচি বদলের আর্জি জানিয়েছিল সিএবি।
বুধবার জানানো হয়েছে, ১২ নভেম্বরের সেই ম্য়াচের সূচিও পাল্টে গিয়েছে। কালীপুজোর আগের দিন, অর্থাৎ ১১ নভেম্বর হবে ইডেনের ম্যাচ। সেই সঙ্গে বদলে দেওয়া হয়েছে আরও ৭টি ম্যাচের সূচি। সব মিলিয়ে মোট ৯টি ম্যাচের সূচি বদলের কথা ঘোষণা করল আইসিসি।
ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। কিন্তু সেদিন নবরাত্রি হওয়ায় গুজরাত জুড়ে উৎসব। নিরাপত্তার সমস্যা হতে পারে বলে ম্য়াচের দিন এগিয়ে আনার আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দাবি মেনে আইসিসি জানিয়ে দিল, ভারত-পাক মহারণ হবে ১৪ অক্টোবর। অর্থাৎ, পূর্ব নির্ধারিত সূচির একদিন আগে।
একইভাবে ইডেনে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচটি ফেলা হয়েছিল ১২ নভেম্বর। ওইদিনই কালীপুজো। তাই নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব নয় বলে সিএবিকে জানিয়েছিল কলকাতা পুলিশ। ম্যাচের দিন এগিয়ে আনার দাবি জানিয়েছিল সিএবি। পাশাপাশি ভাবা হচ্ছিল বিকল্প রাস্তাও। আইসিসি ম্যাচের সূচি না পাল্টালে পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনাও করছিল সিএবি। তবে সেই সূচি বদলে যাওয়ায় জটিলতা কাটল।
তবে ভারত-পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবর হওয়ায় দিল্লিতে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হল। ১৪ অক্টোবরের পরিবর্তে সেই ম্যাচ হবে ১৫ অক্টোবর। ১২ অক্টোবরের পরিবর্তে হায়দরাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি হবে ১০ অক্টোবর। লখনউয়ে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ ১৩ অক্টোবরের পরিবর্তে হবে ১২ অক্টোবর। চেন্নাইয়ে নিউজ়িল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর সকালে। সেই ম্যাচটি হবে ১৩ অক্টোবর, নৈশালোকে।
Nine fixtures have been rescheduled for #CWC23.
— ICC (@ICC) August 9, 2023
Details 👇
১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ড বনাম বাংলাদেশ দিবারাত্রের ম্যাচটিকে সকাল সাড়ে দশটা থেকে করে দেওয়া হয়েছে। তবে কালীপুজোর দিন ম্যাচ থাকছে ভারতের। সেদিন অর্থাৎ ১২ নভেম্বর বেঙ্গালুরুতে ভারত ও নেদারল্যান্ডস মুখোমুখি। যে ম্যাচটি হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। পুণেতে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচটি হবে ১১ নভেম্বর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)