এক্সপ্লোর
আইসিসি চেয়ারম্যান হলেন শশাঙ্ক মনোহর

মুম্বই: প্রত্যাশিত ভাবেই আইসিসি চেয়ারম্যান হলেন শশাঙ্ক মনোহর। ৫৮ বছর বয়সী এই ক্রিকেট প্রশাসক সর্বসম্মতিক্রমে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হলেন। স্বার্থের সংঘাত এড়াতে মঙ্গলবার বিসিসিআই-এর সভাপতি পদ থেকে ইস্তফা দেন মনোহর কারণ আইসিসির নিয়মানুসারে আইসিসি চেয়ারম্যান কোনও ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। তাই ওই পদে নির্বাচনে লড়ার জন্য পদত্যাগ করেন তিনি। আরও পড়ুন বিসিসিআই প্রেসিডেন্ট পদের দৌড়ে এবার শশাঙ্ক মনোহরও আইসিসি চেয়ারম্যান পদে শশাঙ্ক মনোহরের মনোনয়নের বিরোধিতা কেউ করেননি, ফলে সর্বসম্মতভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। পরে শশাঙ্ক বলেছেন, এই পদ পেয়ে তিনি সম্মানিত, তাঁর ওপর সকলে বিশ্বাস ও ভরসা রাখার জন্য তিনি কৃতজ্ঞ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















