ICC ODI Rankings 2023: ওয়ান ডে ফর্ম্য়াটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের, ছয় নম্বরে উঠে এলেন বিরাট
ICC ODI Ranking Update: বিশ্বকাপে ভাল খেলার পুরস্কার পেলেন বিরাট কোহলি। ওয়ান ডে ফর্ম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন তিনি।
দুবাই: ওয়ান ডে ফর্ম্যাটে ব্যাটারদের নতুন ক্রমতালিকা প্রকাশ করল আইসিসি। তালিকায় শীর্ষেই রয়েছেন বাবর আজম (Babar Azam)। তবে পয়েন্টের নিরিখে অনেকটাই এগিয়ে গেলেন শুভমন গিল (Subhman Gill)। ৮২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর আজম (Babar Azam)। নতুন ক্রমতালিকা প্রকাশের পর দ্বিতীয় স্থানে থাকা গিলের পয়েন্ট ৮২৩। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কুইন্টন ডি কক। তাঁর ঝুলিতে রয়েছে ৭৬৯ পয়েন্ট। তালিকায় পরের দুটো নাম রয়েছেন হেনরিচ ক্লাসেন ও ডেভিড ওয়ার্নারের। ২ জনেই এবারের বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করছেন। ক্লাসেন ৭৫৬ ও ডেভিড ওয়ার্নার ৭৪৭ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছেন।
ব্যাটারদের ক্রমতালিকায় ৬ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এমনকী গত ম্য়াচে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন কিং কোহলি। ধারাবাহিকভাবে রান পাওয়ার জন্য ক্রমতালিকাতেও উন্নতি হয়েছে ভারতীয় ব্য়াটারের। তাঁর ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৭৪৭ পয়েন্ট। তালিকায় প্রথম দশে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন। তিনি ৮ নম্বরে রয়েছেন ৭২৫ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়ে।
রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল
বিশ্বকাপে আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৪০ বলে শতরানের ইনিংস খেললেন অজি অলরাউন্ডার। ওয়ান ডে ফর্ম্যাটে তিনটি শতরান করলেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে তাঁর দ্বিতীয় শতরান এটি। নিজের শতরান করার পথে ৮টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকান তারকা অলরাউন্ডার।
২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে। গত ১২ বছর ধরে এটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান। ২০১৫ সালে বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েল ৫১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেটি ছিল দ্বিতীয় স্থানে। চলতি বছর বিশ্বকাপের মঞ্চে ব্রায়ানের রেকর্ড ভেঙে দেন এইডেন মারক্রাম। শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচে এই ফিরোজ শাহ কোটলার মাঠেই ৪৯ বলে ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন প্রোটিয়া ব্যাটার। এবার সেই রেকর্ডও ভেঙে ফেললেন ম্যাক্সওয়েল। এদিন ম্যাক্সওয়েল যখন আউট হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৪৪ বলে ১০৬ রান। নিজের ইনিংসে ৮টি ছক্কা ও ৯টি বাউন্ডারি হাঁকিয়েছেন অজি অলরাউন্ডার।
এদিন এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই আরও কয়েকটি রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল। ওয়ান ডে ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন রিকি পন্টিং। তাঁর ঝুলিতে ১৫৯ টি ওভার বাউন্ডারি। তালিকায় ১৪৮টি ছক্কার সঙ্গে দ্বিতীয় স্থানে গিলক্রিস্ট। এবার তৃতীয় স্থানে রয়েছেন ম্যাক্সওয়েল। তাঁর ঝুলিতে এখন ১৩৮টি ছক্কা। বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার হয়ে সপ্তম উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়লেন ম্যাক্সওয়েল-কামিন্স। এদিন জুটি বেঁধে ১০৩ রান করেছেন তাঁরা।