এক্সপ্লোর
Advertisement
একদিনের ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিং: শীর্ষে কোহলি, রোহিত, প্রথম দশে চাহল
দুবাই:ওয়েস্ট ইন্ডিজকে ৩-১ হারিয়ে ভারতের সিরিজ জয়ের পর সামনে এল একদিনের ক্রিকেটে আইসিসি-র একদিনের খেলোয়াড়দের র্যাঙ্কিং। সদ্য সমাপ্ত সিরিজে পারফর্ম্যান্সের সুবাদে রিস্ট স্পিনার যজুবেন্দ্র চাহল ও রবীন্দ্র জাডেজা র্যাঙ্কিংয়ে বেশ কয়েকধাপ এগোলেন।
তিন ধাপ এগিয়ে বোলারদের তালিকায় চাহল চলে এলেন প্রথম দশে। ৬৮৩ পয়েন্ট সহ তালিকায় তাঁর স্থান অষ্টম।শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে উজ্জ্বল ভূমিকা নেওয়ার জন্য নবম স্থানে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।
এক বছর পর একদিনের দলে ফিরে ১৬ ধাপ এগিয়ে তালিকায় উঠেছেন ২৪ তম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে খেলে ৭ উইকেট নিয়েছেন জাডেজা।
সিরিজের শেষ তিন ম্যাচে খেলেছেন জসপ্রিত বুমরাহ। কেরিয়ারের সেরা রেটিং ৮৪১ পয়েন্ট সহ বোলারদের তালিকায় প্রথম স্থান ধরে রেখেন এই পেসার।
সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে একেবারেই সফল হননি ওপেনার শিখর ধবন। এর জেরে র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে তাঁর স্থান এখন নবম।
ভারতের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে চমকপ্রদ পারফর্ম করেছেন অম্বাতি রায়ডু। এর জেরে ৫৫৩ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ উঠে তাঁর স্থান ৪৮ তম।
সিরিজ হারলেও শাই হোপ ও শিমরন হেটমেয়ার র্যাঙ্কিংয়ে অনেকটাই উন্নতি করেছেন। ক্যারিবিয়ান উইকেটরক্ষক ৩১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬ তম স্থানে। হেটমেয়ার এগিয়েছেন ২২ ধাপ। র্যাঙ্কিংয়ে তাঁর স্থান ২৫ তম।
ব্যাটসম্যানদের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement