ABP Exclusive: লালবাজারে বৈঠক, কাল আসছেন বোর্ড ও ICC-র প্রতিনিধিরা, ইডেনে বিশ্বকাপের টিকিটের দাম কমবে?
ODI World Cup Exclusive: প্রস্তুতির পারদ আরও চড়িয়ে দিয়ে শনিবার কলকাতায় আসছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রতিনিধি দল। যে দলে থাকবেন ২০ জন সদস্য।
সন্দীপ সরকার, কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আর মাত্র মাস দুয়েক বাকি। জোর কদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সেমিফাইনাল সহ বিশ্বকাপের ৫টি ম্যাচ আয়োজিত হবে। ক্রিকেটের নন্দনকাননে সাজ সাজ রব।
আর প্রস্তুতির পারদ আরও চড়িয়ে দিয়ে শনিবার কলকাতায় আসছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রতিনিধি দল। যে দলে থাকবেন ২০ জন সদস্য। নেতৃত্বে অসমের দেবজিৎ সাইকিয়া। যিনি বোর্ডের যুগ্ম সচিবও। ইডেন গার্ডেন্স সহ বিশ্বকাপের মোট তিন কেন্দ্রের তত্ত্বাবধায়ক তিনি।
সিএবি কর্তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছেন। শুক্রবার লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে বৈঠক করে এসেছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সচিব নরেশ ওঝা। স্নেহাশিস এবিপি লাইভকে বলছিলেন, 'আমরা কলকাতা পুলিশকে কয়েকদিন আগেই চিঠি দিয়েছিলাম। বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজনের জন্য সহযোগিতা চেয়েছিলাম। শুক্রবার আমি ও সিএবি সচিব মিলে লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে এসেছি। বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন সিপি।'
ইডেনে জোরকদমে চলছে সংস্কারের কাজ। বিশ্বকাপের আগে স্টেডিয়াম ও মাঠের চেহারা আমূল বদলে ফেলা হচ্ছে। কর্পোরেট বক্স, শৌচালয়, ক্লাব হাউসের ভোল পাল্টে যাচ্ছে। স্নেহাশিস জানালেন, অগাস্ট মাসের মধ্যেই সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
পাশাপাশি চর্চা চলছে বিশ্বকাপের ম্যাচের টিকিটের দাম নিয়েও। ১০ জুলাই এপেক্স কাউন্সিলের বৈঠকের পর সিএবি টিকিটের দাম ঘোষণা করে দিয়েছিল। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছিল ৯০০ টাকা। পাকিস্তানের দুটি ম্যাচের টিকিটের ন্যূনতম দাম করা হয়েছিল ৮০০ টাকা। এছাড়া বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের ন্যূনতম দাম করা হয়েছিল ৬৫০ টাকা। তবে টিকিটের দাম প্রকাশ হওয়ার পর থেকেই প্রশ্ন তুলছিল কোনও কোনও মহল। বলা হচ্ছিল, বোর্ডের সঙ্গে আলোচনা না করেই এই দাম ঘোষণা করা হয়েছে। পরে সিএবি তাদের নির্ধারিত দাম বোর্ডের কাছে পাঠিয়েছে।
বিশ্বকাপের টিকিটের দাম কি কমবে? স্নেহাশিস বলছেন, 'আমরা বোর্ডকে জানিয়েছি। বোর্ড থেকে এখনও কোনও জবাব আসেনি। বোর্ডের মতামত নিয়েই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
শুক্রবার অনূর্ধ্ব ১৫ মেয়েদের একটি প্রস্তুতি শিবিরের উদ্বোধন করেন মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী। হাজির ছিলেন স্নেহাশিস ও সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস।
আরও পড়ুন: ABP Exclusive: বুমরা বল হাতে আগের মতোই ভয়ঙ্কর, বলছেন প্রত্যাবর্তনের লড়াইয়ের সঙ্গী