এক্সপ্লোর
আইসিসি র্যাঙ্কিংয়ে তিন ফর্ম্যাটেই প্রথম দশে, বিরাট ও গম্ভীরের নজির স্পর্শ করলেন রোহিত
টেস্টে ভারতের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে পাঁচ নম্বরে উঠে এসেছেন।

নয়াদিল্লি: গৌতম গম্ভীর ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই প্রথম দশে জায়গা করে নিলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদস্যসমাপ্ত টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিনি এখন টেস্টে ১০ নম্বরে। একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে ভারতের এই তারকা ওপেনার। তিনি টি-২০ ফর্ম্যাটে ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের সঙ্গে যৌথভাবে সাত নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই শতরান করার সুবাদে কেরিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং ১৭ নম্বরে পৌঁছে যান রোহিত। তবে পুণেতে দ্বিতীয় টেস্টে রান না পাওয়ায় তিনি আবার ২২ নম্বরে নেমে যান। তবে রাঁচিতে টেস্ট কেরিয়ারে প্রথম দ্বিশতরান করার পর প্রথমবার র্যাঙ্কিংয়ে প্রথম দশেও পৌঁছে গেলেন তিনি। ভারতের অধিনায়ক বিরাট টেস্টে এখন দ্বিতীয় স্থানে। তিনি একদিনের আন্তর্জাতিকে এক নম্বরে এবং টি-২০ ফর্ম্যাটে ১০ নম্বরে। টেস্টে ভারতের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে পাঁচ নম্বরে উঠে এসেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















