SL vs IRE, Match Highlights: আয়ার্ল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কা
ICC T20 WC 2021, SL vs IRE: বাংলাদেশের ভাগ্য এখনও ঝুলে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল শ্রীলঙ্কা। বুধবার আয়ার্ল্যান্ডকে ৭০ রানে হারিয়ে দিল দাসুন শনাকার দল।
আবু ধাবি: বাংলাদেশের ভাগ্য এখনও ঝুলে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল শ্রীলঙ্কা। বুধবার আয়ার্ল্যান্ডকে ৭০ রানে হারিয়ে দিল দাসুন শনাকার দল।
টানা দু ম্যাচে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। অ্যান্ড্রু ব্যালবার্নির দলকে ৭০ রানে হারিয়ে দিল তারা। সেই সঙ্গে জায়গা করে নিল সুপার ১২-তে। দলের জয়ে ব্যাটে বলে নায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাট হাতে ৪০ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও যিনি নিয়েছেন এক উইকেট। তাও ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে।
প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। সেখান থেকে হাসারাঙ্গা পাল্টা লড়াই শুরু করেন। প্রথমনে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ৭ উইকেটে ১৭১ রান। ওপেনার পাথুম নিশাঙ্কা ৪৭ বলে ৬১ রান করেন। আইরিশ বোলারদের মধ্যে ২৩ রানে ৪ উইকেট জশ লিটলের। জবাবে ১০১ রানে অল আউট হয়ে যায় আয়ার্ল্যান্ড।৩৯ বলে ৪১ রান করেন ব্যালবার্নি। তিনি ছাড়া আর কেউই সেভাবে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
এই গ্রুপ থেকে নেদারল্যান্ডস দুই ম্যাচে হেরে যাওয়ায় তাদের মূল পর্বে যাওয়ার আশা নেই। আর একটি জায়গায় জন্য লড়াই করছে আয়ার্ল্যান্ড ও নামিবিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দেখা যাবে বাংলাদেশকে? সে দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীরা আপাতত এই প্রশ্ন নিয়ে উদ্বেগে ভুগছেন। মঙ্গলবার ওমানকে হারালেও স্বস্তিতে নেই বাংলাদেশ। এখনও তাদের ভাগ্য সরু সুতোয় ঝুলছে।
স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের পরাজয় সকলকে হতবাক করে দিয়েছিল। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে ওমানের বিরুদ্ধে জয়ের পথে ফিরেছে বাংলার টাইগাররা। তবে ম্যাচ জিতলেও দলের পারফরম্যান্স যে খুব আহামরি ছিল না, তা কার্যত স্বীকার করে নিচ্ছেন মাহমুদুল্লাহ।
বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেছেন, ‘শাকিব আর নঈম দারুণ ব্যাট করায় আমরা ১৫০ রানের গণ্ডি টপকে গিয়েছিলাম। তবে আমাদের নতুন বলের বিরুদ্ধে আরও ভাল ব্যাট করা উচিত ছিল। যেসব জায়গায় ভুল হচ্ছে সেগুলো দ্রুতই শুধরে নেওয়ার দরকার। ডেথ ওভারে আমাদের বোলিংটা খারাপ হচ্ছে না। এছাড়াও আমাদের অনেক জায়গায়ই ভাল করেছি। সেইসব জায়গাগুলো থেকেই আমরা আত্মবিশ্বাস পাওয়ার চেষ্টা করব। তবে আরও অনেক উন্নতি করতে হবে।’