Chris Gayle: উইকেট নিয়ে সোজা গিয়ে ব্যাটসম্যানকে জাদু কী ঝাপ্পি! চেনা মেজাজেই বর্ণময় কেরিয়ারে ইতি ইউনিভার্স বসের
Dwayne Bravo : গেল ও ব্রাভো অজিরা দিলেন গার্ড অফ অনার। নাচলেন 'চ্যাম্পিয়ন'-র তালে।
আবুধাবি : মিড অফের ওপর দিয়ে বল বাউন্ডারি পার করাতে গিয়ে জেসন হোল্ডারের হাতে ধরা পড়ে গেলেন মিচেল মার্শ। উইকেট পেয়ে সতীর্থদের দিকে নয়, সোজা অজি প্রতিপক্ষের দিকে ছুট লাগালেন তিনি। দৌড়ে গিয়ে সোজা পিছন থেকে জাদু কী ঝাপ্পি! যে আলিঙ্গনে উইকেট হারিয়েও হেসে ফেললেন মার্শ। কারণ, বোলারের নাম ক্রিস্টোফার হেনরি গেল। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সম্ভবত শেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলে ফেললেন ইউনিভার্স বস। যে ম্যাচে চেনা 'সোয়াগ' বজায় রেখে ব্যাট করলেন সানগ্লাস চাপিয়ে। আন্তর্জাতিক কেরিয়ারের সম্ভবত শেষ বলে উইকেট নিয়ে প্রতিপক্ষকে করলেন আলিঙ্গন। ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৮ উইকেটে ম্যাচে হারিয়ে দিলেও তাই খেলার শেষপর্বে গেল ও ডোয়েন ব্রাভোকে তাই গার্ড অফ অনার দিলেন অস্ট্রেলিয়ানরা। ৫৬ বলে অপরাজিত ৮৯ করে ম্যাচে সেরা ডেভিড ওয়ার্নার নাচলেন 'চ্যাম্পিয়ন'-এর তালে।
ক্রিস গেল বা ডোয়েন ব্র্যাভো, ক্যারিবিয়ান ক্রিকেটের দুই টি২০ কিংবদন্তির কেউই ব্যাট-বলে সেভাবে এদিন সফল হননি। টি২০ বিশ্বকাপের মঞ্চে গ্রুপের পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যাওয়ায় কার্যত এবারের বিশ্বকাপ থেকে তাদের বিদায়ঘণ্টাও পাকা হয়ে গেল। তবে ক্যারিবিয়ানদের বিদায়ের সঙ্গেই ব্রাভো ও গেলের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় কার্যত ভারাক্রান্ত করে তুলেছিল ক্রিকেটপ্রেমীদের। যদিও দুজনই চেনা মেজাজে ক্রিকেটের পাশাপাশি গানে-নাচে বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
View this post on Instagram
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেকের পর ৭৯টি টি২০ খেলে ১৮৯৯ রান করেছেন গেল। দুবারের টি২০ বিশ্বকাপজয়ী ইউনিভার্স বসের ঝুলিতে বিশের মঞ্চে দেশের হয়ে রয়েছে ২ টি শতরান ও ১৪টি অর্ধশতরান। আর সবমিলিয়ে টি২০ ক্রিকেটে ৪৪৫ ইনিংসে ১৪ হাজার ৩২১ রান রয়েছে তাঁর। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ৬৬ বলে ১৭৫ রান গেলের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।