Shami Replaces Bumrah: বিশ্বকাপে বুমরার বদলি কে, জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড
Team India: শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, বুমরার পরিবর্ত হিসাবে দলে অন্তর্ভুক্ত হচ্ছেন বাংলার পেসার মহম্মদ শামি।
মুম্বই: চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে গিয়েছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকেই জল্পনা চলছিল, কে বিশ্বকাপের দলে তাঁর পরিবর্ত হবেন।
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, বুমরার পরিবর্ত হিসাবে দলে অন্তর্ভুক্ত হচ্ছেন বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।
বাংলার পেসার স্ট্যান্ড বাই হিসাবে বিশ্বকাপের দলে আগেই সুযোগ পেয়েছিলেন। তিনি ইতিমধ্যেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন। ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগে ব্রিসবেনে ভারতীয় শিবিরে যোগ দেবেন শামি।
পাশাপাশি জানানো হয়েছে, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরও বিকল্প হিসাবে ভারতীয় শিবিরে যোগ দেবেন। যাতে মূল দলের কেউ চোট পেলে তাঁদের দলে অন্তর্ভুক্ত করা যায়।
🚨 NEWS 🚨: Shami replaces Bumrah In India’s ICC Men’s T20 World Cup Squad. #TeamIndia | #T20WorldCup
— BCCI (@BCCI) October 14, 2022
Details 🔽https://t.co/nVovMwmWpI
ভারতের চূড়ান্ত দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেলের, অর্শদীপ সিংহ ও মহম্মদ শামি।