ICC T20I Rankings: ৬৮ ধাপ লাফিয়ে আইসিসি টি২০ ব়্যাঙ্কিংয়ে সেরা দশে ঈশান
Ishan Kishan : গত বছরে টি২০-র কেরিয়ার শুরু হয় ঈশানের। এর মধ্যে ১৩টি ম্যাচ খেলেছেন
নয়া দিল্লি : ২০২২-এ ভারতের খেলা আটটি টি২০ ম্যাচে (T20 Match) সর্বাধিক রান সংগ্রহকারী। আর এই সাফল্যের সিঁড়ি বেয়ে শুধু ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতের ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষস্তরে থাকাই নয়, আইসিসি টি২০ ব়্যাঙ্কিংয়েও সেরা দশে উঠে এলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। চলতি বছরে আটটি ম্যাচে ৩৪০ রান তুলেছেন বাঁ হাতি এই ওপেনার।
টি২০-তে সেরা দশের মধ্যে তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার। শুধু তাই নয়, ৬৮ ধাপ লাফিয়ে একেবারে সপ্তম স্থানে উঠে এসেছেন ঈশান। ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। এর আগে আইসিসি-র তরফে যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে ঈশান ৭৬ তম স্থানে ছিলেন।
আরও পড়ুন ; রোহিতকে টেক্কা, নিলামে নজির গড়ে মুম্বই ইন্ডিয়ান্সেই ইশান কিষাণ
ঈশানের টি-২০ কেরিয়ার-
গত বছরে টি২০-র কেরিয়ার শুরু হয় ঈশানের। এর মধ্যে ১৩টি ম্যাচ খেলেছেন। ব্যক্তিগত সংগ্রহে মোট ৪৫৩ রান। ১৩টি ম্যাচ শেষে, কে এল রাহুল ও বিরাট কোহলির পর সর্বাধিক রান সংগ্রহকারী আপাতত তিনিই। এবছরে খেলা আটটি ম্যাচের মধ্যে, তিনটি ইনিংসে ৫০+ রান রয়েছে ঈশানের ঝুলিতে। গত ২৪ ফেব্রুয়ারি লখনউয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে নিজের সেরা ৮৯ রানে ইনিংস খেলেন এই বাঁহাতি।
মে মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচেও নিজেকে উজার করে দেন ঈশান। খেলেন ৭৬ রানের ঝকঝকে ইনিংস। কিন্তু, ভারতের বোলিং বিভাগ থেকে সেঅর্থে সমর্থন না পাওয়ায় সেই ম্যাচে সাত উইকেটে হেরে যায় ভারত। এরপর মঙ্গলবার ফের তাঁর দুর্ধষ ইনিংসের ওপর ভর করে ভারত ৪৮ রানে জয়লাভ করে প্রোটিয়াদের বিরুদ্ধে। পটনায় জন্মগ্রহণকারী এই প্রতিভাবান ক্রিকেটার ৩৫ বলে ৫৪ রানের ইনিংস খেলেন । এর পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংসের ওপর ভর করে আইসিসি টি২০ ক্রমতালিকায় একদম উপরের দিকে উঠে এলেন ঈশান।
এদিকে বোলিং এবং অলরাউন্ডার বিভাগে জায়গা করতে পারেননি কোনও ভারতীয় ক্রিকেটার।