IPl 2022: রোহিতকে টেক্কা, নিলামে নজির গড়ে মুম্বই ইন্ডিয়ান্সেই ইশান কিষাণ
IPl 2022: নিলামের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স আজ পর্যন্ত কখনও ১০ কোটি টাকার বেশি কারও জন্য খরচ করেনি। কিন্তু এই প্রথমবার ১৫ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করল তারা একজন ক্রিকেটারের পেছনে।
বেঙ্গালুরু: আইপিএলের ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক দাম পেলেন ঈশান কিষাণ। নিলামের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স আজ পর্যন্ত কখনও ১০ কোটি টাকার বেশি কারও জন্য খরচ করেনি। কিন্তু এই প্রথমবার ১৫ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করল তারা একজন ক্রিকেটারের পেছনে। নিলামের আগে ইশান কিষাণকে ছেড়ে দিয়েছিল মুম্বই। কিন্তু এবার তাঁকেই ফের দলে নিয়ে নিল আম্বানির দল। রোহিত শর্মাকে ২০১১ সালে দলে কিনে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তাঁর জন্যও ১০ কোটি টাকার কম খরচ করেছিল মুম্বই শিবির। ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল রোহিতকে মুম্বই।
এর আগে যুবরাজ সিংহকে ২০১৫ সালে ১৬ কোটি টাকা দিয়ে দিল্লি ডেয়ারডেভিলস (এখন দিল্লি ক্যাপিটালস) নিয়েছিল। তিনিই এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে কােনও নিলামে সর্বােচ্চ দর। এবার দ্বিতীয় স্থানে উঠে এলেন ইশান কিষাণ।
এদিকে, আসন্ন আইপিএলে একসঙ্গে খেলা হচ্ছে না পাণ্ড্য ভাইরা। ছোট ভাই হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) আগেই তুলে নিয়েছে আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্স। তাঁকে দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে। আর শনিবার ছিল দাদার ভাগ্যপরীক্ষা। ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya) উঠেছিলেন নিলামে। তাঁকে নিয়ে দর কষাকষি শুরু হয়েছিল পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের। এরপর দর কষাকষিতে যোগ দেয় লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে শেষ মুহূর্তে দাদাকে পেতে মরিয়া লড়াই শুরু করে ভাই হার্দিকের দল গুজরাত টাইটান্স। ৮ কোটি পর্যন্ত দর হাঁকা হয় ক্রুণালের জন্য। কিন্তু শেষ পর্যন্ত ভাইয়ের সঙ্গে একই দলে খেলার স্বপ্নপূরণ হল না ক্রুণালের। ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিল লখনউ সুপার জায়ান্টস। যে দলে তাঁর সতীর্থ দীপক হুডা। সেই হুডা, ক্রুণালের সঙ্গে ঝামেলার পর যিনি বঢোদরা রাজ্য দল ছেড়েছিলেন।
আরো পড়ুন: ''কেকেআরে ফিরে ভীষণ উত্তেজিত'', শাহরুখকে ধন্যবাদ কামিন্সের