এক্সপ্লোর
Advertisement
আইসিসি টেস্ট র্যাঙ্কিং: শীর্ষেই কোহলি, প্রথম পাঁচে উঠে এলেন লাবুশানে
আইসিসি-র সাম্প্রতিক টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানেই রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পয়লা নম্বরের জায়গাটা কিছুদিন আগে দখল করেছিলেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। কিন্তু ফের কোহলিই এক নম্বরে উঠে এসেছিলেন। সাম্প্রতিক র্যাঙ্কিংয়েও শীর্ষস্থানেই রয়েছেন ভারতের রান মেশিন।
দুবাই: আইসিসি-র সাম্প্রতিক টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানেই রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পয়লা নম্বরের জায়গাটা কিছুদিন আগে দখল করেছিলেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। কিন্তু ফের কোহলিই এক নম্বরে উঠে এসেছিলেন। সাম্প্রতিক র্যাঙ্কিংয়েও শীর্ষস্থানেই রয়েছেন ভারতের রান মেশিন।
গতমাসেই কলকাতার ইডেনে গোলাপি বলে দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৬ রান করেছিলেন ৩১ বছরের কোহলি। র্যাঙ্কিংয়ে তাঁর পয়েন্ট ৯২৮, স্মিথের চেয়ে ১৭ পয়েন্ট বেশি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্টে দুই ইনিংসে স্মিথ করেন যথাক্রমে ৪৩ ও ১৬ রান।
র্যাঙ্কিংয়ে চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে ধরে রেখেছেন যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থান। অন্যদিকে, তালিকায় এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশানে ও পাকিস্তানের বাবর আজম।
খুব অল্পের জন্য পরপর তিন ইনিংসে কমপক্ষে ১৫০ রান করার নজির স্পর্ষ করার সুযোগ হারিয়েছেন লাবুশানে। এই নজির রয়েছে পাকিস্তানের জাহির আব্বাস ও মুদাসসর নজরের। তবে ধারাবাহিক পারফরম্যান্সের জেরে আইসিসি র্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে এসেছেন। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। সহ খেলোয়াড় ডেভিড ওয়ার্নারকে পিছনে ফেলে এগিয়ে এসেছেন তিনি।
বাবর আজম প্রথমবার প্রথম দশে এসেছেন। ১৩ তম স্থান থেকে উঠে এসেছেন নবম স্থানে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। ২১৬ পয়েন্ট অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডের পয়েন্ট ৬০।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement