(Source: ECI/ABP News/ABP Majha)
ICC Women WC 2022: মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রেফারি জি এস লক্ষ্মী
ICC Women WC 2022: আইসিসি (ICC) ইন্টারন্যাশনাল রেফারিদের যে প্যানেল রয়েছে সেখানে একমাত্র মহিলা রেফারি হিসেবে জায়গা করে নিয়েছেন লক্ষ্মী। আগামী রবিবার ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ।
কুইন্সল্যান্ড: মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রেফারির দায়িত্ব সামলাবেন জি এস লক্ষ্মী (G S Laxmi)। আইসিসি (ICC) ইন্টারন্যাশনাল রেফারিদের যে প্যানেল রয়েছে সেখানে একমাত্র মহিলা রেফারি হিসেবে জায়গা করে নিয়েছেন লক্ষ্মী। আগামী রবিবার ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ হতে চলেছে।
পুরুষদের ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন লক্ষ্মী। গত বছর বিশ্বকাপের দ্বিতীয় লিগে সংযুক্ত আরব আমিরশাহিতে রেফারির দায়িত্ব পালনে দেখা গিয়েছে লক্ষ্মীকে। হেগলে ওভালে হতে চলা বিশ্বকাপ ফাইনালে মোট ৪ জন মহিলা অফিশিয়াল ম্যাচের দায়িত্ব সামলাবেন।
অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনালে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে যায় অজিরা।
১৯৮৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেটার হিসাবে তাঁর খেলা সবার নজর কেড়েছিল। জি এস লক্ষ্মী ডানহাতি ব্যাটসম্যানের পাশাপাশি পেস বােলিং করতে পারতেন। ২০০৮-০৯ সালে প্রথমবার ঘরােয়া ক্রিকেট ম্যাচে ম্যাচ রেফারি হিসাবে ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী সময় মেয়েদের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দক্ষতার সঙ্গে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন।
এর আগে আইসিসি প্যানেলে অন্তর্ভূক্তির পর জি এস লক্ষ্মী বলেছিলেন, ''এই সম্মান আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি আশা করব প্রত্যেকের সহযােগিতায় ও আন্তরিকতায় যে দায়িত্ব পেয়েছি তা সমাধান করব। সামনে অনেক রাস্তা খােলা রয়েছে। ক্রিকেটার ও ম্যাচ রেফারি হিসাবে দীর্ঘদিন ক্রিকেটের সাথে যুক্ত রয়েছি। যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই অভিজ্ঞতায় আগামী দিনগুলােতে ভালােভাবে অতিবাহিত করতে চাই। ভবিষ্যতে আরও উন্নততর ম্যাচ রেফারিং যাতে করতে পারি, তার চেষ্টা করে যাব।''
মহিলা বিশ্বকাপে আগেই বিদায় নিয়েছে ভারতীয় দল। এবারই শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমেছিলেন ২ তারকা মহিলা ক্রিকেটার মিতালি রাজ ও ঝুলন গোস্বামী। কিন্তু ২ জনের ট্রফি জয়ের আক্ষেপ রয়েই গেল।