ICC World Cup: কাল ভারত-বাংলাদেশ দ্বৈরথ, কেমন হতে পারে ২ দলের প্রথম একাদশ?
ICC World Cup 2023, IND vs BAN: অন্যদিকে তিন ম্যাচ খেলে মাত্র ১টি ম্য়াচে জয় পেয়েছে। তারা নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শুধু জয় ছিনিয়ে নিয়েছিল।
পুণে: বিশ্বকাপে বাংলাদেশের (Bangladesh Cricket Team) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team) আগামীকাল। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে অপরাজিত রোহিত শর্মার দল। ৩ ম্যাচ খেলে ৩ ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। অন্যদিকে তিন ম্যাচ খেলে মাত্র ১টি ম্য়াচে জয় পেয়েছে। তারা নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শুধু জয় ছিনিয়ে নিয়েছিল। আগামীকাল ভারতের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে মরিয়া টাইগার বাহিনী।
এক নজরে ২ দলের সম্ভাব্য একাদশ
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, মেহদি হাসান মিরাজ, শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, লিটন দাস, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ
আফগানিস্তানের কাছে হেরেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ফিকে। পাকিস্তানের সেই ধার নেই। দক্ষিণ আফ্রিকা চোকার্স তকমা ঘোচানোর পরিবর্তে নেদারল্যান্ডসের কাছে হেরে বসে রয়েছে।
একমাত্র একটি দলই চলতি বিশ্বকাপে (ODI World Cup) ফেভারিট হিসাবে নেমে ফেভারিটের মতোই খেলে চলেছে। ভারত (Indian Cricket Team)। বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করেছে। বৃহস্পতিবার রোহিত শর্মাদের সামনে বাংলাদেশ। টানা চার ম্যাচ জেতার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।
বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) সাম্প্রতিক ওয়ান ডে রেকর্ড অবশ্য ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে না। গত ১২ মাসে ওয়ান ডে-তে চারবারের সাক্ষাতে তিনবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতীয় শিবির একবারই বেলাইন হয়েছিল। সুপার ফোরে ভারতে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। সে যতই প্রথম সারির দল খেলানো না হোক কেন।
তবে ভারতের মাটিতে ভারতকে হারানো বিশ্বক্রিকেটের অন্যতম কঠিন কাজ। প্রথম তিন ম্যাচে দাপটের সঙ্গে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে ভারত। যার মধ্য়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ২ রানে ৩ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়িয়েছিল। আফগানিস্তানের ২৭৩ রানের লক্ষ্য জয় করেছে। পাকিস্তানের বাবর আজ়ম-মহম্মদ রিজ়ওয়ানের বিপজ্জনক পার্টনারশিপ চলাকালীনও সুদৃঢ় থেকেছে।