৪ নম্বর ব্যাটিং পজিশন: সোশ্যাল মিডিয়ার যুগে দ্রুত প্যানিক ছড়িয়ে পড়ে, মন্তব্য কোহলির
তিনি জানান, মাঠে সেরা এগারো নামানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ কে এল রাহুল যেভাবে ব্যাট করেছে, এই ফর্মে থাকা কাউকে কীভাবে বাদ দেওয়া যায়?
রাজকোট: চার নম্বর ব্যাটিং পজিশনকে ঘিরে বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এদিন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা সোশ্যাল মিডিয়া যুগে থাকি। ফলে, খুব অল্পতেই প্যানিক বটন চাপ পড়ে যায়। তিনি জানান, মাঠে সেরা এগারো নামানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ কে এল রাহুল যেভাবে ব্যাট করেছে, এই ফর্মে থাকা কাউকে কীভাবে বাদ দেওয়া যায়? পাঁচ নম্বরে নেমে দলের জন্য খেলে গেল। সম্ভবত, এটা ওর আন্তর্জাতিক কেরিয়ারের এখনও পর্যন্ত সেরা ইনিংস। আজকের ব্যাটিংয়ে রাহুল তার জাত ও পরিণতবোধ চিনিয়েছে। কোহলির মতে, চেঞ্জরুমে আমরা কি করি, তা বিলক্ষণ জানি। বাইরে, সবসময় একটা প্যানিক কাজ করে। কিন্তু, তাতে আমল দেওয়া আমাদের উচিত নয়। আমি আমার নিজের পজিশনে আজ খেলতে পেরে খুশি। একদিনের ক্রিকেটে শিখর(ধবন) ধারাবাহিক রান করেছে। আজ ও রান করেছে দেখে আমি খুশি। ও আর রোহিত(শর্মা) যখনই রান করে, তখন দলের ভাল হয়। ব্যাটসম্যানদের পাশাপাশি, বোলারদেরও প্রশংসা করেন কোহলি। বিশেষ করে, যেভাবে আজ পেসাররা ইয়র্কার ফেলেছে, তা দুরন্ত বলে উল্লেখ করেন কোহলি।