IND v SL 1st Test day 2: ১৭৫ নট আউট জাডেজা, ৫৭৪ রানে ইনিংস ডিক্লেয়ার ভারতের
IND v SL 1st Test day 2: প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চা-পানের বিরতির আগে ভারত উইকেটে ৫৭৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে। ১৭৫ রানে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাডেজা।
চণ্ডীগড়: মোহালিতে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ঘাড়ে বিশাল রানের বোঝা চাপিয়ে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করল ভারত। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চা-পানের বিরতির আগে ভারত উইকেটে ৫৭৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে। ১৭৫ রানে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাডেজা। ১৩০ তম ওভারে অধিনায়ক রোহিত শর্মা যখন ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন, তখন জাডেজার সঙ্গে ২০ রানে ক্রিজে ছিলেন মহম্মদ শামি।
শ্রীলঙ্কার হয়ে সুরঙ্গা লাকমল (৯০ রানে ২ উইকেট), বিশ্ব ফার্নান্ডো (১৩৫ রানে ২ উইকেট), লাসিথ এম্বুলদেনিয়া (১৮৮ রানে ২ উইকেট) প্রত্যেককে দুটি করে উইকেট নিয়েছেন।
২২৮ বলে ১৭৫ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফিরলেন জাডেজা। তাঁর ইনিংসে ছিল ১৭ বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি। এর আগে রবিচন্দ্রন অশ্বিন ৮২ বলে ৬১ রান করে আউট হন। তার আগে জাডেজার সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ১৩০ রান যোগ করেন তিনি। জয়ন্ত যাদব বেশিক্ষণ টিকতে না পারলেও শামি জাডেজাকে যোগ্য সঙ্গত দিলেন। ফলে ভারত ৫৭৪ রানের পাহাড়ে পৌঁছে যায়। শামি ৩৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।
শ্রেয়স আয়ার আউট হওয়ার পর বাইশ গজে নেমেছিলেন জাডেজা। ঋষভ পন্থের (৯৬) সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এরইমধ্যে টেস্টে তাঁর দ্বিতীয় শতরান করেন জাডেজা।
উল্লেখ্য, এর আগে গতকাল টেস্টের প্রথম দিনে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তাঁর শততম টেস্টে ৮ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেন। ঋষভ পন্থ ৯৭ বলে ৯৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন। প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের রান ছিল ৬ উইকেটে ৩৫৭। প্রথম দিনে পন্থের বিধংসী ব্য়াটিংয়ে ভর করে তৃতীয় সেশনে ম্যাচের রাশ ভারত নিজেদের হাতে তুলে নেয়। পন্থ তাঁর নবম টেস্ট হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন। যখন সেঞ্চুরি প্রায় নিশ্চিত মনে করা হচ্ছিল, তখনই আউট হয়ে যান পন্থ। এর আগে ওপেনার হনুমা বিহারী টেস্টে তাঁর ষষ্ঠ হাফসেঞ্চুরি করেন এবং ৫৮ রানে আউট হন। কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে ৯০ রান যোগ করেন হনুমা।