IND vs AFG 1st T20I: প্রত্যাবর্তন ম্যাচের আগেই বিমান বিভ্রাট! ঠিক করে অনুশীলনই সারতে পারলেন না রোহিত
Rohit Sharma: ২০২২ সালের পর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন রোহিত শর্মা।
মোহালি: এক বছরের অধিক সময় জাতীয় দলের হয়ে কোনওরকম টি-টোয়েন্টি ম্যাচই খেলেননি রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপের বছরে ওই ফর্ম্যাটেই মনোনিবেশ করেছিলেন তিনি। তবে এই বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। বিশ্বকাপের দল নির্বাচনের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই (IND vs AFG) ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ়। আর এই সিরিজ়েই নিজের টি-টোয়েন্টি প্রত্যাবর্তন ঘটাচ্ছেন রোহিত।
দীর্ঘদিন পর রোহিতকে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় সমর্থকরা। তবে ম্যাচের আগে রোহিতের প্রস্তুতিতে খানিকটা বিঘ্নই ঘটল। বিঘ্ন ঘটাল তাঁর বিমান। রোহিত যে চাটার্ড বিমানে করে চণ্ডীগড়ে পৌঁছন, তা নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই পৌঁছয়। ম্যাচের আগে একমাত্র অনুশীলন সেশনে মোহালির কনকনে ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ ছিল রোহিতের। তাই সেই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চাননি ভারতীয় অধিনায়ক। সেই জন্যই রিপোর্ট অনুযায়ী তিনি তড়ঘড়ি চণ্ডীগড় বিমানবন্দর থেকেই স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেন।
ভারতীয় দল বুধবার, ১০ জানুয়ারি বিকেল পাঁচটা নাগাদ নিজেদের অনুশীলন শুরু করে। সেই অনুশীলনে রোহিত ঘণ্টাখানেক পরে যোগদান করেন। রোহিত প্রথমে কিছু স্ট্রেচিং করার পর সরাসরি কোচ দ্রাবিড়ের সঙ্গে পিচ পরিদর্শনে চলে যান। পিচ পরখ করে দেখার পর রোহিত থ্রো ডাউনের বিরুদ্ধে খানিক ব্যাটিং সেরে নেন। তারপর দলের তরুণদের সঙ্গে বেশ গভীর আলোচনায় মত্ত দেখায় অধিনায়ক রোহিতকে।
তবে রোহিত এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন ঘটালেও বিরাট কোহলি এই ম্যাচে খেলবেন না। বুধবার সাংবাদিক বৈঠকে এসে কোহলির মোহিলতে না খেলার কথা জানিয়ে দেন ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত-বিরাট ফিরেছিলেন জাতীয় দলে। সিরিজে ভারত ড্র করলেও রানের বিচারে বেশ ভালই পারফর্ম করেছিলেন কিং কোহলি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কেন তিনি খেলবেন না, তা জানা যায়নি। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে ব্য়ক্তিগত কারণের জন্য প্রথম ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচেই অনন্য সেঞ্চুরি হাঁকানোর হাতছানি রোহিতের সামনে