(Source: Poll of Polls)
Ind vs Aus: পন্থ শয্য়াশায়ী, তবু সুযোগ নয় ঋদ্ধিকে, কামিন্সদের বিরুদ্ধে উইকেটকিপার কে?
Border Gavaskar Trophy: পন্থের অনুপস্থিতিতে কে এস ভরতের খেলার দিকেই পাল্লা ভারি। যদিও কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, ঈশানকে হিসেবের বাইরে রাখা যাবে না।
নাগপুর: গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে আপাতত শয্যাশায়ী ঋষভ পন্থ (Rishabh Pant)। অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থের জায়গায় খেলবেন কে?
ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) শুধু ভারতের নয়, গোটা বিশ্বক্রিকেটের সেরা উইকেটকিপার হিসাবে মেনে নিয়েছেন বিরাট কোহলিও। কিন্তু তাঁকে যে আর জাতীয় দলে ভাবা হবে না, জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু পন্থের গাড়ি দুর্ঘটনার পর অনেকে ভেবেছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পাবেন ঋদ্ধিমান। বিশেষ করে এই সিরিজে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে আর অশ্বিন-রবীন্দ্র জাডেজাদের কিপ করার ব্যাপারে ঋদ্ধিমান অনেক এগিয়ে। তিনি ম্যাচের মধ্যেও আছেন। সদ্য ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন।
যদিও শিঁকে ছেড়েনি বাংলার উইকেটকিপারের। তাঁকে ডাকেনি জাতীয় দল।
তাহলে কিপিং করবেন কে?
গত দু'বছর ধরে টেস্টে ব্যাট হাতেও সফল পন্থ। সব ধরনের পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সব ধরনের বোলিং আক্রমণের বিরুদ্ধেই সফল। এবং উইকেটকিপিংয়েও যথেষ্ট উন্নতি করেছেন। যদিও দেশের মাটিতে বিশ্বমানের স্পিনারদের বিরুদ্ধে টেস্টে কিপিং করার বড় একটা সুযোগ পাননি পন্থ। এই একটি জায়গায় বরাবরই টিম ম্যানেজমেন্ট ঋদ্ধির ওপর আস্থা রেখেছিল।
পন্থের অনুপস্থিতিতে কে এস ভরতের খেলার দিকেই পাল্লা ভারি। গত কয়েক বছর ধরেই পন্থের পাশাপাশি দ্বিতীয় উইকেটকিপার হিসাবে ভরতকে তৈরি করার কথা বলে আসছিল টিম ম্যানেজমেন্ট। ঈশান কিষাণ নন, ভরতেরই খেলার সম্ভাবনা বেশি। ভরত খেললে এটাই হবে তাঁর প্রথম টেস্ট। অভিষেকের অপেক্ষায় ভরত।
যদিও কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, ঈশানকে হিসেবের বাইরে রাখা যাবে না। বিশেষ করে ঝাড়খণ্ডের তরুণের খেলার ধরন অনেকটাই পন্থের মতো। আগ্রাসী ব্যাটিং করেন। তার ওপর পন্থের মতো তিনিও বাঁহাতি। তবে উইকেটকিপিং দক্ষতায় এগিয়ে থাকার জন্যই দৌড়ে সুবিধাজনক জায়গায় ভরত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমার যাদবকে খেলাতে পারে ভারত। আর সেখানেই টপ অর্ডার সাজানো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে রাহুল দ্রাবিড় ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের কোনও ম্যাচেই খেলতে পারেননি রোহিত শর্মা। তাঁর বুড়ো আঙুলের চোট ছিল। তাঁর পরিবর্তে ভারতের হয়ে ইনিংস ওপেন করেছিলেন কে এল রাহুল ও শুভমন গিল। কিন্তু রোহিত এখন ফিট। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন। দলকে নেতৃত্বও দেবেন। আর রোহিত ইনিংস ওপেন করবেন।
এখন প্রশ্ন হচ্ছে, রোহিতের সঙ্গী কে হবেন? শুভমন ও রাহুলের মধ্যে কার ওপর ভরসা করা হবে?
এমনিতে অভিজ্ঞতায় বা কঠিন পরিস্থিতিতে পারফর্ম করার নিরিখে রাহুল অনেক এগিয়ে। কিন্তু শুভমন এখন স্বপ্নের ফর্মে রয়েছেন। ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি, সেঞ্চুরির পর সেঞ্চুরি করে চলেছেন। এমনকী, বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টেও ওপেন করে সেঞ্চুরি করেছেন। তাঁকে বসানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে টিম ম্যানেজমেন্টের কাছে।
আর ফর্মের দিক থেকে রাহুল বেশ চাপে। কারণ, শেষ চার ইনিংসে কর্নাটকের ক্রিকেটারের রান যথাক্রমে ২২, ২৩, ১০ ও ২। তবে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। অধিনায়ক পদ থেকে সরাসরি তাঁকে বসানো হবে কী করে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ে কি রাহুলের পরিবর্তে গিল? রোহিতের সঙ্গী কে, ধন্দে ভারত