ABP LIVE Exclusive: "মিতালি-হরমনপ্রীতের সংঘাত মাঠে প্রভাব ফেলবে না, ঝুলনের ভূমিকা গুরুত্বপূর্ণ"
Ind vs Aus Exclusive: বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টক্কর দিতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। তার আগে দলের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করলেন প্রাক্তন ক্রিকেটার হেমলতা কালা।
কলকাতা: অজিভূমে অগ্নিপরীক্ষা। বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টক্কর দিতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ, গোলাপি বলে একমাত্র টেস্ট ছাড়াও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবেন মিতালি রাজ-হরমনপ্রীত কউররা। মঙ্গলবার সফর শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে।
কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে এই সফর? 'অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দল। ভারতীয় দলের কঠিন পরীক্ষা,' মেনে নিচ্ছেন হেমলতা কালা। জাতীয় মহিলা দলের প্রাক্তন তারকা। যিনি নির্বাচক হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন। এবং বর্তমান ভারতীয় দল গঠনেও অন্যতম প্রধান ভূমিকা ছিল। এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হেমলতা বললেন, 'তবে ভারতের মেয়েরা লড়াই ছাড়বে না। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে প্রস্তুত ভারত।'
এখন থেকেই আলোচনার কেন্দ্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিতালি-ঝুলন গোস্বামীদের একমাত্র টেস্ট ম্যাচ। ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত। এই প্রথম দিনরাতের টেস্ট খেলবে ভারতের মহিলা দল। হেমলতা বলছেন, 'নৈশালোকে গোলাপি বলে প্রথম টেস্ট খেলবে ভারতের মহিলা দল। টেস্ট ক্রিকেট নিয়ে দর্শক উন্মাদনা তৈরি হবে। ভারতীয় বোর্ডেরও দারুণ উদ্যোগ। সব মিলিয়ে মহিলা দলকেও আরও বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত।'
টেস্ট ও ওয়ান ডে-তে ভারতকে নেতৃত্ব দেবেন মিতালি রাজ। আর টি-টোয়েন্টিতে হরমনপ্রীত কউর। তিন ফর্ম্যাটে দুই অধিনায়ক থাকায় সমস্যা হবে না? হেমলতা বলছেন, '২০১৬ থেকে আলাদা আলাদা ফর্ম্যাটে ভারতের মহিলা দলের দুই অধিনায়ক। ক্রিকেটারেরা সড়গড় হয়ে গিয়েছে। সমস্যা হবে না।'
মিতালি-হরমনপ্রীত-রমেশ পওয়ার সংঘাত ভারতীয় মহিলা ক্রিকেটের ওপেন সিক্রেট। ব্যক্তিত্বের এই সংঘাত মাঠের পারফরম্যান্সকে কি প্রভাবিত করতে পারে? আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন প্রাক্তন নির্বাচক। হেমলতা বলছেন, 'মিতালি রাজ-হরমনপ্রীত কউর-রমেশ পওয়ারের সংঘাত দলের খেলায় কোনও প্রভাব ফেলবে না। বিতর্ক ভুলে মাঠে নামবে দল। আর গোটা বিতর্কটা হয়েছিল ২০১৮ সালে। তারপর মিতালি ও হরমনপ্রীত একসঙ্গে অনেক ম্যাচ খেলেছে। ভাল পারফর্ম করেছে। ওরা পেশাদার। সমস্যা হবে না।'
একমাত্র টেস্টে ও ওয়ান ডে সিরিজে ঝুলন গোস্বামীর পারফরম্য়ান্স গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে পূর্বাভাস হেমলতার। 'ঝুলন কিংবদন্তি। পিচ যেমনই হোক না কেন, ও সফল হয়েছে। নতুনদের কাছে অনুপ্রেরণা। অস্ট্রেলিয়ায় দলের ভরসা। আর শুধু অস্ট্রেলিয়াই বা কেন, বিশ্বকাপেও ওর দিকে তাকিয়ে থাকবে দল,' বলছিলেন হেমলতা। সেই সঙ্গে তাঁর পরামর্শ, 'বড় দলের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স করার জেদ তৈরি হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলতে তাই মরিয়া থাকবে ভারতীয় দল। পরিকল্পনামাফিক ও নিজেদের শক্তি অনুযায়ী খেলতে হবে। ভারতের শক্তি স্পিন। সেটা কাজে লাগাতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। সেই বিশ্বাসটা ধরে রাখতে হবে।'