এক্সপ্লোর
Advertisement
মাঠে ঢুকে পড়লেন তরুণ অনুরাগী, দেখুন-কীভাবে সামলালেন কোহলি
ব্যাট হাতে বাহারি স্ট্রোকের ফুলঝুরিতে ক্রিকেট মহলের মন কেড়ে নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারত তথা সারা বিশ্বেই তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। এই জনপ্রিয়তার বিড়ম্বনা স্বাভাবিকভাবেই অঙ্গ হয়ে উঠেছে তাঁর জীবনে।
নয়াদিল্লি: ব্যাট হাতে বাহারি স্ট্রোকের ফুলঝুরিতে ক্রিকেট মহলের মন কেড়ে নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারত তথা সারা বিশ্বেই তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। এই জনপ্রিয়তার বিড়ম্বনা স্বাভাবিকভাবেই অঙ্গ হয়ে উঠেছে তাঁর জীবনে। বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজে ইন্দোরে প্রথম টেস্ট চলাকালে এমনই একটা ঘটনা দেখা গেল। ২২ বছরের এক তরুণ হোলকার স্টেডিয়ামে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে গ্যালারি থেকে বেড়া টপকে মাঠে ঢুকে পড়লেন। ওই তরুণ নিজেকে কোহলির একনিষ্ঠ অনুরাগী বলে দাবি করেছেন। মাঠে ঢুকে তিনি সোজা চলে যান কোহলির কাছে। ওই ঘটনায় কোহলির আচরণ সবার নজর কেড়ে নিয়েছে। কোহলি ওই অনুরাগীর কাঁধে হাত রাখেন। নিরাপত্তা কর্মীরা যখন ওই তরুণকে মাঠের বাইরে নিয়ে যেতে আসেন, তখন তাঁদের সঙ্গে কিছু কথাবার্তাও বলেন।
জানা গেছে, ওই তরুণের নাম সুরজ বিস্ত। উত্তরাখণ্ডের বাসিন্দা বিস্ত পেশায় কুক। তিনি ভারতীয় দলের অধিনায়কের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তা কর্মীরা তাঁকে থামান এবং আটক করেন। পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।Virat Kohli fan taking fandom to an another level...#INDvBAN pic.twitter.com/XyiT45jEXJ
— Vinesh Prabhu (@vlp1994) November 16, 2019
বিস্ত যে টি-শার্ট পরেছিলেন, সেখানে লেখা ছিল কোহলির নাম।বাহুতে রয়েছে কোহলির ট্যাটুও। মুখে লেখা ছিল ‘ভিকে’।Can any player show such gestures to his fan??? Whatta moment for the fan! ❤❤❤ Dream for anyone, that Kohli putting his hand on ur shoulder and showing his love! 😍 pic.twitter.com/PdYCGT5xOO
— Jayesh😎 (@jayeshvk16) November 16, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement