এক্সপ্লোর
Advertisement
ভারতের পেস আক্রমণ নয়, স্পিনারদের সামলানো নিয়ে চিন্তায় বাংলাদেশ, জানালেন মহম্মদ মিঠুন
বাংলাদেশের এই ব্যাটসম্যান আরও বলেছেন, বিপক্ষের দুর্বলতার চেয়ে আমরা নিজেদের শক্তির উপরেই বেশি জোর দিচ্ছি।
ইনদওর: মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মারা যত ভাল ফর্মেই থাকুন না কেন, তাঁদের নিয়ে বিশেষ চিন্তা করছে না বাংলাদেশ শিবির। বরং টাইগাররা ভারতের স্পিনারদের আক্রমণ সামলানো নিয়ে ভাবছেন। প্রথম টেস্ট শুরু হওয়ার আগের দিন এমনই জানালেন বাংলাদেশের ব্যাটসম্যান মহম্মদ মিঠুন।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেছেন, ‘আমরা ভারতের বোলিং লাইন-আপের শক্তি জানি। টেস্টের প্রথম দু’দিন পিচ থেকে সাহায্য পাবে ব্যাটসম্যানরা। এরপর স্পিনাররা বিপক্ষের ব্যাটসম্যানদের আক্রমণ করবে। ভারতের স্পিনারদের কীভাবে সামলানো যাবে, সেটা নিয়েই আমরা ভাবছি।’
বাংলাদেশের এই ব্যাটসম্যান আরও বলেছেন, ‘বিপক্ষের দুর্বলতার চেয়ে আমরা নিজেদের শক্তির উপরেই বেশি জোর দিচ্ছি। কারণ, সম্প্রতি কোনও দলই দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। আমরা এখানে ভাল খেলতে চাই। সেই কাজটা অবশ্যই সহজ হবে না। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কেউই ভাবেনি দেশের মাটিতে টি-২০ ম্যাচে আমরা ভারতকে হারিয়ে দেব। কিন্তু আমাদের খেলোয়াড়রা সেটা বিশ্বাস করত। আমরা সুযোগ তৈরি করেও শেষ ম্যাচটি জিততে না পারায় হতাশ। এখন আমরা টেস্ট সিরিজে ভাল খেলতে চাই।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement