Shami Injury Update: সারেনি কাঁধের চোট, বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে না-ও খেলতে পারেন শামি
Ind vs Ban: দলের অন্যতম সেরা পেসার মহম্মদ শামির কাঁধের চোট। এখনও পুরোপুরি ফিট নন শামি, খবর সূত্রের।
মুম্বই: ৭ বছর পর বাংলাদেশ সফরে গিয়ে ওয়ান ডে সিরিজে লজ্জার পরাজয় হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। তৃতীয় ওয়ান ডে ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। আর তৃতীয় ওয়ান ডে ম্যাচের পরই শুরু হয়ে যাবে নতুন লড়াই। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
যে সিরিজের আগে নতুন করে উদ্বেগে ভারতীয় শিবির। কিন্তু কেন?
কারণ, দলের অন্যতম সেরা পেসার মহম্মদ শামির কাঁধের চোট। এখনও পুরোপুরি ফিট নন শামি, খবর সূত্রের। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলার পেসার আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে।
দিন পাঁচেক আগে শামি নিজে কাঁধের চোটে শুশ্রূষার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, ডানহাতি পেসারের কাঁধের পরিচর্যা চলছে। শামি সেই ছবি দিয়ে লিখেছিলেন, 'চোট জীবনে অনেক কিছু শেখায়। আমার গোটা কেরিয়ারে বারবার চোট আঘাত লেগেছে। এর থেকে অনেক কিছু শেখা যায়। কতবার চোট আঘাতে জর্জরিত হয়েছি সেটা কোনও ব্যাপার নয়। আমি সেই সমস্ত চোট আঘাত থেকে শিক্ষা নিয়েছি এবং আরও শক্তিশালী হয়ে ফিরেছি। আপনাদের ভালবাসা ও সমনর্থনের জন্য ধন্যবাদ'।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ হবে ১৪-১৮ ডিসেম্বর, চট্টগ্রামের জহুর আমেদ চৌধুরী স্টেডিয়ামে। মীরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ২২-২৬ ডিসেম্বর। ম্যাচ ফিট না হলে শামি এই সিরিজে না-ও খেলতে পারেন বলে ভারতীয় বোর্ড সূত্রে খবর।
রোহিতকে নিয়েও সংশয়
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন। চোট এতটাই গুরুতর ছিল যে, ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নামেননি। ব্যাট করতে নামেন ৯ নম্বরে। সাহসিকতার পরিচয় দিলেও, ম্যাচ জেতাতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma)।
এবার তাঁকে নিয়ে আরও বড় উদ্বেগের খবর শোনালেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচ জানিয়েছেন, আঙুলের চোটের পরীক্ষা করাতে মুম্বইয়ে ফিরছেন তিনি। বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। তারপর বাংলাদেশে ফিরে যেতে পারেন। তবে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না, নিশ্চিত নন দ্রাবিড়।
বাংলাদেশে ফের মুখ পুড়ল ভারতীয় ক্রিকেট দলের। সাত বছর পর ফের একবার লজ্জা সঙ্গী হচ্ছে টিম ইন্ডিয়ার।
২০১৫ সালে শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত। সেই সফরে ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। সাত বছর পর ফের বাংলাদেশে গিয়েছে ভারত। আর এবারও বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজ হেরে গেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৫ রানে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ হয়ে দাঁড়াল কার্যত নিয়মরক্ষার।
আরও পড়ুন: মারাদোনাকে শ্রদ্ধার্ঘ দেখাতেই মেসিকে হলুদ কার্ড! সেই রেফারিই খেলাবেন আর্জেন্তিনার ম্যাচ