Ind vs Eng 2021: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে নেই হার্দিক, পৃথ্বী, কারা যাচ্ছেন ইংল্যান্ড সফরে?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দল ঘোষিত হল। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে কারা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন।
মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দল ঘোষিত হল। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে কারা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন। টেস্টের দলে জায়গা পাননি হার্দিক পাণ্ড্য। পিঠের চোটের জন্য তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এখন তিনি সুস্থ। পরপর দুটি আইপিএল খেলে ফেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের ক্রিকেটেও ভারতীয় দলে ছিলেন। কিন্তু তিনি বল করতে পারছেন না। জানা গেল, ৪তাঁর পিছের চোট সারলেও পুরোদমে বল করতে সময় লাগবে বঢোদরার অলরাউন্ডারের। সেই কারণেই সম্ভবত তাঁকে টেস্টের দলে রাখা হয়নি।
কে এল রাহুলকে দলে রাখা হয়েছে। তবে শর্ত হল, তাঁকে ফিট হতে হবে। করোনার জন্য বন্ধ হয়ে গিয়েছে আইপিএল। তবে রাহুল তাঁর আগেই আইপিএল থেকে কিছুদিনের জন্য ছিটকে গিয়েছিলেন। তাঁর অ্যাপেনডিক্সের অপারেশন হচ্ছে এবং বেশ কিছুদিন তাঁকে মাঠের বাইরে কাটাতে হবে। পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়ার মধ্যেই যন্ত্রণার কাবু হয়ে পড়েছিলেন তিনি। ঋদ্ধিমান সাহাকেও দ্বিতীয় উইকেটকিপার হিসাবে দলে রাখা হয়েছে। তবে তাঁকেও সেরে উঠতে হবে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার সময়ই তিনি করোনায় আক্রান্ত হন। আইপিএলে ভাল খেলার স্বীকৃতি হিসাবে দিল্লি ক্যাপিটালসের পেসার আবেশ খানকে দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে। তবে দলে সুযোগ পাননি পৃথ্বী শ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সূচি:
১৮-২২ জুন, ভারত বনাম নিউজিল্যান্ড, সাউদাম্পটন
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি:
৪-৮ অগাস্ট, প্রথম টেস্ট, নটিংহ্যাম
১২-১৬ অগাস্ট, দ্বিতীয় টেস্ট, লর্ডস
২৫-২৯ অগাস্ট, তৃতীয় টেস্ট, লিডস
২-৬ সেপ্টেম্বর, চতুর্থ টেস্ট, ওভাল
১০-১৪ সেপ্টেম্বর, পঞ্চম টেস্ট, ম্যাঞ্চেস্টার
ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, ময়ঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, কে এল রাহুল (ফিট হলে) ও ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার, ফিট হলে যাবেন)।
স্ট্যান্ড বাই হিসাবে দলের সঙ্গে যাচ্ছেন:
প্রসিদ্ধ কৃষ্ণ, অভিমন্যু ঈশ্বরণ, আবেশ খান ও আরজ়ান নাগওয়াজ়ওয়ালা।