IND vs ENG 3rd ODI: কী কারণে নির্ণায়ক ম্যাচে মাঠে নামেননি বুমরা, খোলসা করল বিসিসিআই
Jasprit Bumrah: সিরিজের প্রথম ওয়ান ডেতে ছয় উইকেট নিয়ে বুমরা একাই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে ছিন্নভিন্ন করে দিয়েছিলেন। দ্বিতীয় ওয়ান ডেতেও নিয়েছিলেন দুই উইকেট।
ম্যাঞ্চেস্টার: প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জয়ের জেরে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের ফলাফল নির্ধারিত হবে তৃতীয় ম্যাচে ((IND vs ENG 3rd ODI)। ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টারে সিরিজ নির্ণায়ক ম্যাচ খেলতে নেমেছে দুই দল। তবে এই ম্যাচে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া।
সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতের হয়ে মাঠে নামতে পারেননি দলের প্রধান বোলিং অস্ত্র যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সিরিজের প্রথম ওয়ান ডেতে ছয় উইকেট নিয়ে বুমরা একাই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে ছিন্নভিন্ন করে দিয়েছিলেন। দ্বিতীয় ওয়ান ডেতেও নিয়েছিলেন দুই উইকেট। স্বভাবতই এমন আগুন ফর্মে থাকা বুমরা, তৃতীয় ম্যাচে ভারতকে জয়ে এনে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এমনটাই আশা করছিলেন সমর্থকরা। তবে সে গুড়ে বালি। চোটের জেরে মাঠেই নামা হল না তাঁর।
আহত অর্শদীপও
বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, বুমরা ব্যাক স্প্যাজম জেরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামাতে পারেননি। অপরদিকে, অর্শদীপ সিংয়েরও পেশিতে টান রয়েছে। তাই তাকেও এই ম্যাচে প্রথম একাদশে খেলানো নিয়ে চিন্তাভাবনা করা সম্ভব হয়নি। বুমরার বদলি হিসাবে এদিন ওল্ড ট্রাফোর্ডে জাতীয় দলের একাদশে সুযোগ পান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিনি কিন্তু হতাশ করেননি।
Jasprit Bumrah was ruled out of this game owing to back spasms. Arshdeep Singh was not considered for selection as he is yet to fully recover from right abdominal strain.#ENGvIND
— BCCI (@BCCI) July 17, 2022
শুরুতেই সাফল্য সিরাজের
ঠিক বুমরা যেমন এই সিরিজে শুরুতেই বারবার ভারতকে সাফল্য এনে দিয়েছেন, তেমনই সিরাজও বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই ভারতকে জোড়া সাফল্য এনে দেন। ইংল্যান্ডের দুই ইন ফর্ম ব্যাটার জনি বেয়ারস্টো এবং জো রুট, উভয়কেই শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। ভারতীয় বোলিং লাইন আপের বাকিরা বুমরার অনুপস্থিতিতে কেমন পারফর্ম করেন, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: IND vs ENG, 3rd ODI Live Blog: ১০ ওভারেই তিন উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড