Ind vs Eng: কোহলিদের হতভম্ব করে দিয়ে মাঠে ফের জার্ভো, উমেশকে থামিয়ে বল হাতে দৌড়
সোশ্যাল মিডিয়া সরগরম একটাই লাইনকে নিয়ে। 'জার্ভো ইজ় ব্যাক'। ফের মাঠে প্রবেশ করলেন জার্ভো (Jarvo)। এবার ভারতের হয়ে বোলিং করার দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে!
ওভাল: সোশ্যাল মিডিয়া সরগরম একটাই লাইনকে নিয়ে। 'জার্ভো ইজ় ব্যাক'। ফের মাঠে প্রবেশ করলেন জার্ভো (Jarvo)। এবার ভারতের হয়ে বোলিং করার দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে! হতবাক ভারতীয় ক্রিকেটারেরা। ইংরেজ ক্রিকেটারেরা বেশ বিরক্ত।
কে এই জার্ভো? মাঠে অনুপ্রবেশকারী। চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে হ্যাটট্রিক করে ফেললেন। তিনবার প্রহরীদের টপকে ঢুকে পড়লেন মাঠে।
শুক্রবার তখন ইংল্যান্ডের পাঁচ উইকেট পড়ে গিয়েছে। দাঁতে দাঁত চেপে লড়াই করছেন জনি বেয়ারস্টো ও অলি পোপ। ইংল্যান্ড ইনিংসের ৩৪তম ওভারে বল করছিলেন উমেশ যাদব। তাঁর দ্বিতীয় বলের পরেই মাঠে প্রবেশ জার্ভোর। বোলিং রান আপ ধরে দৌড়ে সোজা গিয়ে ধাক্কা মারলেন বেয়ারস্টোকে। তারপর নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে মাঠ থেকে বার করে নিয়ে গেলেন।
লর্ডস, হেডিংলের পর ওভার। ফের মাঠে ঢুকে পড়লেন জার্ভো। লর্ডস টেস্টে তৃতীয় দিনের খেলার সময় আচমকাই মাঠে ঢুকে পড়েছিলেন এই অপরিচিত ব্যক্তি। বিসিসিআইয়ের লোগো লাগানো জার্সির পেছনে লেখা ছিল জার্ভো। ফের হেডিংলেতে খেলা চলার সময় মাঠে ঢোকেন। এবার ওভালে অনুপ্রবেশ।
হেডিংলেতে ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় রোহিত শর্মা আউট হওয়ার পরই মাঠে ঢোকেন জার্ভো। বিরাট কোহলির সে সময় মাঠে ঢোকার কথা। কিন্তু তার আগেই জার্ভো সবাইকে অবাক করে দিয়ে মাঠে ঢুকে পড়েন। শুধু জার্সি পরেই নয়। ব্যাট, হেলমেটে সজ্জিত হয়ে নেমে পড়েন মাঠে। সেই সময় মাঠের নিরাপত্তরক্ষীরা মিলে তাঁকে প্রায় পাঁজাকোলা করে মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
এর আগে লর্ডস টেস্টে এভাবেই মাঠে ঢুকে সবাইকে বিব্রত করে দিয়েছিলেন এই ব্রিটিশ দর্শক। ভারত-ইংল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালিন বিসিসিআই লোগো লাগানো জার্সি পরে মাঠে ঢুকে পড়েছিলেন জার্ভো। আচমকা এমনটা দেখে চমকে যান ২ দলের ক্রিকেটাররাও। আম্পায়ারও খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এরপরে সেই ব্যক্তিকে সিকিউরিটি গার্ডের তৎপরতায় মাঠ থেকে বের করে দেওয়া হয়। লর্ডস টেস্টে তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর মাঠে যখন ভারতীয় দলের ক্রিকেটাররা নামছেন, তখনই ভারতের জার্সি পরে এক ব্যক্তিকে দেখা যায় মাঠে নামতে। যখন আম্পায়াররা তাঁকে প্রশ্ন করেন এই বিষয়, তখন তিনি আম্পায়ারদের সঙ্গেও বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
নিজেকে ভারতের সমর্থক বলে দাবি করেছেন ওই ইংরেজ।
রিভার্স স্যুইং দেখে চমকে গিয়েছিলেন আক্রমও, জন্মদিনে শামি-কাহিনি