এক্সপ্লোর
Advertisement
India v England 2021: চার উইকেট হারিয়ে চাপে, পূজারা ও পন্থের ব্যাটের দিকে তাকিয়ে ভারত
৫৭৮ রানে অলআউট ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে রানের পাহাড়ে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের স্কোরের সঙ্গে ২৩ রান যোগ হল। এদিন ইংল্যান্ড স্কোরবোর্ডে আরও বারো রান যোগ করার পরই আঘাত হানেন জসপ্রিত বুমরাহ।
চেন্নাই: ইংল্যান্ডের পাহাড় প্রমাণ রানের সামনে ইনিংসের শুরুতেই ধাক্কা খেল ভারত। ৭৩ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ঘোরতর বিপাকে ভারত। এই পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেছেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। তাঁরা ইনিংস এগিয়ে নিয়ে চলেছেন। তাঁরা দুজনেই ইতিমধ্যেই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর ডেপুটি আজিঙ্কা রাহানে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। কোহলি ১১ ও পূজারা ১ রানে বেসের বলে আউট হন।
দলের ১৯ রানে প্রথম উইকেটের পতন। জোফরা আর্চারের বলে আউট রোহিত শর্মা। তিনি করেছেন মাত্র ৬ রান। পিচে বেশিক্ষণ টিকতে পারেননি অন্য ওপেনার শুভমান গিলও। তিনিও আর্চারের বোলিংয়েরই শিকার হন। ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি।
এর আগে প্রথম ইনিংসে ৫৭৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে রানের পাহাড়ে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের স্কোরের সঙ্গে ২৩ রান যোগ হল। এদিন ইংল্যান্ড স্কোরবোর্ডে আরও বারো রান যোগ করার পরই আঘাত হানেন জসপ্রিত বুমরাহ। তিনি আউট করেন ডম বেসকে। বেস ৩৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর জেমস আন্ডারসনকে ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংসে দাঁড়ি দেন আর অশ্বিন। জ্যাক লিচ ১৪ রানে অপরাজিত থেকে যান। ভারতের হয়ে বুমরাহ ও অশ্বিন ৩ টি করে এবং ইশান্ত শর্মা ও শাহবাজ নাদিম দুটি করে উইকেট নিয়েছেন।
দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৫৫৫ রান। শততম টেস্টে দ্বিশতরানের নজির জো রুটের।আপাতত টেস্ট বাঁচানোই লক্ষ্য বিরাট কোহলি ব্রিগেডের। কেননা, ম্যাচের রাশ ইংল্যান্ডের হাতেই। আজ খেলা শুরু করে যত বেশি সম্ভব রান তুলে নেওয়াই তাদের লক্ষ্য ছিল। ভারতের ফলোঅন এড়ানোর লক্ষ্যকে কঠিন করে তোলার চেষ্টায় ছিল সফরকারী দল। জ্যাক লিচ (৬) ও ডম বেস (২৮) ক্রিজে ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ইংল্যান্ডের হারার সম্ভাবনা ক্ষীণ।
চিপকের পিচও ভাঙতে শুরু করেছে। এই অবস্থায় ভারতীয় ব্যাটসম্যানদের খুবই সতর্কতার সঙ্গে খেলতে হবে। ভারতের ব্যাটিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। ভারতীয় ব্যাটসম্যানরা ইংল্যান্ডের বোলারদের কীভাবে মোকাবিলা করেন, সেটাই এখন দেখার। একইসঙ্গে ভারতীয় দল কী স্ট্র্যাটেজি নেয়, সেটাই এখন দেখার।
চলতি টেস্টে ভারতীয় বোলারদের ব্যাকফুটে ঠেলে দিয়েছেন জো রুট। শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে রুট করলেন ২১৮ রান। আর সেইসঙ্গে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে।
অধিনায়ক হিসাবে পরপর তিন টেস্টে একটি করে দেড়শোর বেশি রানের ইনিংস খেললেন রুট। যে কৃতিত্ব ব্র্যাডম্যান ছাড়া আর কারও নেই। স্বপ্নের দৌড় চলছে রুটের। ২০২১ সালে তিনি তিনটি টেস্ট খেলেছেন। তিনটিতেই সেঞ্চুরি করেছেন। যার মধ্যে দুটিতে ডাবল সেঞ্চুরি। ভারতে আসার আগে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছেন রুটরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন রুট। পরের টেস্টে একই মাঠে করেন ১৮৬ রান। তারপর ফের চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি করলেন। চেন্নাইয়েই আবার শততম টেস্ট ম্যাচ খেলছেন রুট। কেরিয়ারে পঞ্চম ডাবল সেঞ্চুরি হল তাঁর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement