Ind vs Eng, 5thTest: লজ্জাজনক! ম্যাঞ্চেস্টার টেস্ট ভেস্তে যাওয়ায় প্রথমবার মুখ খুললেন দুই দলের কোনও ক্রিকেটার
Ind vs Eng 2021: রবিবার সোশ্যাল মিডিয়ায় ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড মাঠের একটি ছবি পোস্ট করেছেন অ্যান্ডারসন।
![Ind vs Eng, 5thTest: লজ্জাজনক! ম্যাঞ্চেস্টার টেস্ট ভেস্তে যাওয়ায় প্রথমবার মুখ খুললেন দুই দলের কোনও ক্রিকেটার Ind vs Eng, Manchester Test: James Anderson reaction on social media, know in details Ind vs Eng, 5thTest: লজ্জাজনক! ম্যাঞ্চেস্টার টেস্ট ভেস্তে যাওয়ায় প্রথমবার মুখ খুললেন দুই দলের কোনও ক্রিকেটার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/12/5150bcbda86725179a9cc7d89ac6791f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: করোনার ধাক্কায় দল নামাতে রাজি না হওয়ায় বাতিল হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। তারপরই শুরু হয়ে গিয়েছে দুই শিবিরের চাপানউতোর। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ তোপ দেগেছেন, ভারতীয় শিবিরের উদাসীনতাই এই পরিস্থিতির জন্য দায়ী। আবার কেউ কেউ অভিযোগ করেছেন যে, ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতা জাহির করে টেস্ট বাতিল করিয়েছে। কারণ, টেস্ট পিছিয়ে গেলে সামনেই আইপিএল এবং কোটিপতি ক্রিকেট টুর্নামেন্টের স্বার্থ সুরক্ষিত করাই সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের বোর্ডের প্রধান লক্ষ্য। সুনীল গাওস্কর-ইরফান পাঠানদের মতো ভারতের প্রাক্তন তারকারা আবার ইংল্যান্ড শিবিরকে একহাত নিয়েছেন। তাঁদের মতে, করোনা যে কোনও শিবিরে হানা দিতে পারে এবং তার জন্য কাউকে দোষারোপ করা সঠিক রাস্তা নয়।
এরই মাঝে মুখ খুললেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson)। ভারত-ইংল্যান্ড সিরিজে অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম এই ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন।
রবিবার সোশ্যাল মিডিয়ায় ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড মাঠের একটি ছবি পোস্ট করেছেন অ্যান্ডারসন। সঙ্গে লিখেছেন, 'এইভাবে আন্তর্জাতিক ক্রিকেটের গ্রীষ্ম শেষ হওয়াটা লজ্জাজনক। ল্যাঙ্কাশায়ার ক্রিকেটের সঙ্গে যুক্ত প্রত্যেকের কথা ভেবে আমি ভীষণ হতাশ। পাশাপাশি যে সমস্ত ভক্তরা হোটেল, ট্রেন বুক করে ফেলেছিলেন বা ম্যাচের টিকিট কেটে ফেলেছিলেন, তাঁদের জন্যও খারাপ লাগছে। এই সিরিজের প্রাপ্য ছিল একটা দারুণ পরিসমাপ্তি আর সেটা দেখার জন্য সকলে তৈরি হচ্ছিলেন।'
অ্যান্ডারসন নিজে ল্যাঙ্কাশায়ারের ক্রিকেটার। ঘরের মাঠে তাঁকে আর কোনওদিন টেস্ট খেলতে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। জিমি নিজেও সে সম্পর্কে ওয়াকিবহাল। লিখেছেন, 'আশা করছি বাতিল হওয়া ম্যাচটা কোনও এক সময়ে হবে আর আমি ঘরের মাঠে ফের একটা আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারব।'
ওভাল টেস্ট চলাকালীনই করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। এরপর ম্যাঞ্চেস্টারে নামার আগে ভারতীয় দলের ফিজিও যোগেশ পারমার করোনা আক্রান্ত হন। এরপরই নাকি মাঠে নামতে চায়নি বিরাট বাহিনী। সিরিজে ২-১ এ পিছিয়ে থাকা ইংল্যান্ড শিবির বিষয়টিকে ভালভাবে নেয়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)