India vs England: ভারতের মাটিতে বাজবল কতটা কার্যকরী হবে, প্রশ্ন জাহিরের, স্টোকসদের বিকল্প কৌশল তৈরি?
Team India: দেশের মাটিতে টানা ১৬টি টেস্ট সিরিজে ভারত। ২০১২ সালে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ভারত।
হায়দরাবাদ: মাঝে মাত্র দিন চারেক সময়। ২৫ জানুয়ারি নিজামের শহরে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দলের পরীক্ষা হবে। ইংল্যান্ড কি ভারতের বিরুদ্ধেও বাজ়বল খেলবে?
প্রশ্ন জাহির খানের। ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়ে আসার পর থেকে আগ্রাসী ক্রিকেটকে মন্ত্র করে চলার নির্দেশ দিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। যে ক্রিকেটের ঘরানাকে বলা হচ্ছে বাজবল। টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে যে মন্ত্র আঁকড়ে ধরে। তবে উপমহাদেশের পিচে বাজ়বল খেলা সম্ভব কি না, তা নিয়ে সন্দিহান জাহির খান।
দেশের মাটিতে টানা ১৬টি টেস্ট সিরিজে ভারত। ২০১২ সালে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। আর সেবার ভারতের ঘরের মাটিতে ভারতকে টেস্টে হারিয়ে দিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড।
জাহির বলেছেন, 'এখনকার দিনে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ বড় একটা দেখা যায় না। অবশ্যই চর্চায় থাকবে বাজবল। আমি দেখতে চাই ইংল্যান্ড সেই একই মনোভাব নিয়ে এখানে নামে কি না। এখানে যে ধরনের উইকেটে খেলা হবে তা নিয়েও আলোচনা হবে। দুই দলই চাইবে নিজেদের প্রাধান্য দেখাতে।'
ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝাও মনে করেন, ভারতের মাটিতে স্পিন বোলিং সহায়ক পিচে বাজবল তত্ত্ব প্রয়োগ করা সহজ হবে না। প্রজ্ঞান বলেছেন, 'বাজবল মানে ভয়ডরহীন ক্রিকেট খেলা যে তত্ত্ব প্রয়োগ করে ইংল্যান্ড ক্রিকেট দল একটা মানসিক সুবিধা নিয়ে থাকে। তবে ভারতের মাটিতে বাজবল মানসিকতা নিয়ে এগনো কঠিন হবে। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধেই শুধু নয়, যশপ্রীত বুমরা সহ ভারতীয় পেসারদের বিরুদ্ধেও এত আগ্রাসী খেলা সম্ভব হবে না।'
বাজবল তত্ত্ব ব্যুমেরাং হয়ে ফিরলে বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের কোনও বিকল্প পরিকল্পনা ভাবা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে ওঝার। প্রাক্তন বাঁহাতি স্পিনার বলেছেন, 'আমি নিশ্চিত ইংল্যান্ড তাদের এই বাজবল তত্ত্ব নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তবে সেই পরিকল্পনা কাজ না করলে কী হবে, বিকল্প চিন্তাভাবনাও করে রাখা উচিত।'
আরও পড়ুন: পারিবারিক সমস্যাতেও লক্ষ্যে অটল, শামির তত্ত্বাবধানে বাংলায় তৈরি হচ্ছে নতুন পেস-অস্ত্র
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে