IND vs IRE: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১২ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ১০৮/৪, ভারতের জিততে চাই ১০৯
IND vs IRE T20: নিজের কোটার পুরো চার ওভার করতে পারেননি তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ১২ ওভারে ১০৮ রান বোর্ডে তুলে নিল আয়ারল্যান্ড
ডাবলিন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছিল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল উমরান মালিকের (Umran Malik)। যদিও বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমিয়ে আনা হয়েছিল বল নিজের কোটার পুরো চার ওভার করতে পারেননি তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ১২ ওভারে ১০৮ রান বোর্ডে তুলে নিল আয়ারল্যান্ড। হ্যারি টেকটর অর্ধশতরানের ইনিংস খেললেন। ভারতের জিততে চাই ১২ ওভারে ১০৯ রান।
বৃষ্টি তাল কেটেছিল শুরুতেই
খেলার শুরুতেই বৃষ্টি তাল কেটেছিল। গ্যালারিতে উপস্থিত দর্শকদের চিন্তা বাড়ছিল, আদৌ খেলা হবে তো! তবে শেষমেষ খেলা শুরু হল। কিন্তু ইনিংস প্রতি ওভার কমিয়ে আনা হল। ঠিক হল ১২ ওভারে ম্যাচ হবে। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল উমরান মালিকের। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন হার্দিক পাণ্ড্য। প্রথম ওভারেই পঞ্চম বলে উইকেট নেন ভুবনেশ্বর কুমার। তিনি ফিরিয়ে দেন অধিনায়ক বালবিরিনকে। দ্বিতীয় ওভারে বল করতে এসে পল স্টার্লিংকে ফিরিয়ে দেন হার্দিক পাণ্ড্য। ইনিংসের চতুর্থ ওভারে ডিলানিকে ফিরিয়ে দেন আবেশ খান। এরপরই টাকারকে সঙ্গে নিয়ে হ্যারি টেকটর পার্টনারশিপ গড়ে তোলেন। তবে সেই পার্টনারশিপ ভাঙেন যুজবেন্দ্র চাহাল। ১৮ রানে ফিরে যান টাকার। তবে ফেরনাে যায়নি টেকটরকে। তিনি ৩৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান টেকটর।
ভারতীয় বোলারদের মধ্যে ৩ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নেন চাহাল। ১টি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ড্য ও আবেশ খানও। নিজের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বল করতে এসে ১ ওভারে ১৪ রান দেন উমরান মালিক। তবে তাঁর গতি নজর কেড়েছে এই ম্যাচেও। প্রতিটি বলই প্রায় ১৪৫ কিমি গতিতে বল করছিলেন।
আরও পড়ুন: ভ্যাকসিন নিতে এখনও নারাজ, উইম্বলডনই মরসুমের শেষ গ্র্যান্ডস্লাম জকোভিচের