এক্সপ্লোর
Advertisement
কাল থেকে শুরু টেস্ট সিরিজ, ওয়েলিংটনে পতৌদির ৫২ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার সুযোগ বিরাটের সামনে
এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ২৩টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। জয় এসেছে মাত্র পাঁচটি ম্যাচে।
ওয়েলিংটন: একদিনের সিরিজে ০-৩ ফলে হারের পর এবার টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির ভারত। কাল থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারতের রেকর্ড একেবারেই ভাল নয়। এখনও পর্যন্ত এই মাঠে সাতটি টেস্ট ম্যাচ খেলে মাত্র একটিই জিততে পেরেছে ভারত। ১৯৬৮ সালে সেই জয় এসেছিল প্রয়াত মনসুর আলি খান পতৌদির নেতৃত্বে। সেটি ছিল বেসিন রিজার্ভে প্রথম টেস্ট ম্যাচ। তারপর থেকে এই মাঠে চারটি টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারত। ড্র হয়েছে দু’টি টেস্ট। এবার যদি ভারত জিততে পারে, তাহলে পতৌদির ৫২ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করবেন বিরাট।
এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ২৩টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। জয় এসেছে মাত্র পাঁচটি ম্যাচে। এবারের সিরিজ শুরু হওয়ার আগে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমরা এমনভাবে প্রস্তুতি নিয়েছি, যাতে ফিটনেসের মাত্রা ও মনঃসংযোগ এমন পর্যায়ে পৌঁছয়, যার ফলে বিশ্বের যে কোনও দলের বিরুদ্ধেই লড়াই করতে পারি। সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা এই সিরিজে খেলতে নামব। বিপক্ষ দলে ভালমানের বোলার ও ব্যাটসম্যান আছে। ওরা খুব বেশি সুযোগ দেবে না। আমরা যে সুযোগ পাব, সেগুলি কাজে লাগাতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement