এক্সপ্লোর
Advertisement
জাডেজা-সাইনির প্রশংসা, এ বছর ওডিআই ততটা প্রাসঙ্গিক নয়, বললেন কোহলি
নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় একদিনের ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে ভারত। কিন্তু এই ম্যাচে যেভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে দলের জয়ের আশা উস্কে দিয়েছিলেন, লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা, তা ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা আদায় করে নিয়েছে।
অকল্যান্ড: নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় একদিনের ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে ভারত। কিন্তু এই ম্যাচে যেভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে দলের জয়ের আশা উস্কে দিয়েছিলেন, লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা, তা ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা আদায় করে নিয়েছে। অকল্যান্ডের ইডেন পার্কে রান তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ভেঙে পড়েছিল। কিন্তু রবীন্দ্র জাডেজার নেতৃত্বে ভারতের লোয়ার অর্ডারের চোয়াল চাপা লড়াই শেষলগ্নে ম্যাচ জমিয়ে দিয়েছিল। প্রতিকূল পরিস্থিতিতে জাডেজা ও নভদীপ সাইনির লড়াইয়ে সন্তুষ্ট কোহলি।
ম্যাচের শেষে কোহলি বলেছেন, দুটো খুব ভালো ম্যাচ হল। দর্শকদের কাছে উপভোগ্য লড়াই হয়েছে। আমরা যেভাবে শেষ করেছি, তাতে সন্তুষ্ট। প্রথমার্ধে ওদের ৮ উইকেটে ১৯৮ রান থেকে ২৭০-র বেশি রান তুলতে দিয়েছিলাম। কিন্তু দ্বিতীয়য়ার্ধে ব্যাটিংয়ের সময় আমরা ঘুরে দাঁড়াই। প্রথমে বিপাকে পড়লেও জাডেজা ও সাইনি খুব ভালো খেলেছে। একই কথা প্রযোজ্য শ্রেয়সের ক্ষেত্রেও।
২-০ পিছিয়ে ভারতের সিরিজ জয়েক আর কোনও সম্ভাবনাই নেই। যদিও কোহলি মনে করছেন, এটা বড় কোনও বিষয় নয়। কারণ, চলতি বছর ফোকাস রয়েছে টেস্ট ও টি ২০-তে।
কোহলি বলেছেন, টেস্ট ও টি ২০-র তুলনায় এ বছর একদিনের ক্রিকেট ততটা প্রাসঙ্গিক নয়। তবে চাপের মুখে এভাবে বুক চিতিয়ে লড়াইটা আমাদের কাছে খুব স্বস্তিদায়ক ও বড় পাওনা।
উল্লেখ্য, এ বছরই টি ২০ বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়।
আগামী ম্যাচে প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, আগামী ম্যাচে হারানোর কিছু নেই। তাই দলে কয়েকটি পরিবর্তন হতে পারে। আমরা দাপটের সঙ্গে ক্রিকেট খেলি। ফল নিয়ে খুব একটা উদ্বিগ্ন থাকি না। এভাবে শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াটা সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নির্ভর করে।
জাডেজা ও সাইনির কাছে ড্রেসিংরুম থেকে কোনও বার্তা পাঠানো হয়েছিল কিনা, এই প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, এ ধরনের কোনও বার্তা পাঠানো হয়নি। কারণ, সহজাত মানসিকতা যা বলছে, কোনও বার্তার সঙ্গে তার মিল নেই। আমরা জানতাম না, সাইনি ব্যাট হাতে কতটা ভালো করতে পারে। লোয়ার অর্ডার ভালো এতটা ভালো হলে তা মিডল ও টপ অর্ডার অনুপ্রাণিত হয় এবং আক্রমণের ধার বাড়ায়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement