এক্সপ্লোর
সেমিফাইনালের আগে ম্যাঞ্চেস্টারের আকাশে মেঘ
চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। ক্রিকেট অনুরাগীরা সাগ্রহে তাকিয়ে রয়েছেন এই ম্যাচের দিকে। কিন্তু ম্যাঞ্চেস্টারের আকাশে মেঘের ঘটঘটা। বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারে খেলায়।

ম্যাঞ্চেস্টার: চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। ক্রিকেট অনুরাগীরা সাগ্রহে তাকিয়ে রয়েছেন এই ম্যাচের দিকে। কিন্তু ম্যাঞ্চেস্টারের আকাশে মেঘের ঘটঘটা। বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারে খেলায়। ব্রিটিশ আবহাওয়া বিভাগের পূর্বাভাসে হয়েছে, মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে এবং সময়ে সময়ে হাল্কা বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু আকাশে মেঘ রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় সকাল আটটার পর বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। সারাদিন মাঝেমধ্য ঝিরঝিরে বৃষ্টি হতে পারে।
এর আগে লিগ পর্যায়ে নটিংহ্যামে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। রাউন্ড রবিন পর্বে ম্যাচ ভেস্তে গেলেও আইসিসি রিজার্ভ ডে রাখেনি। কিন্তু নক আউট পর্যায়ে রিজার্ভ ডে রাখা হয়েছে। মঙ্গলবার ম্যাচ সম্পূর্ণ না হলে দুটি দল পরের দিন বাকি খেলা সম্পন্ন করবে। বুধবারও যদি ম্যাচ না হয়, তাহলে বেশি পয়েন্ট থাকায় ভারত ফাইনালে চলে যাবে।
বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা কমবে। কিন্তু পরের দিকে সেই সম্ভাবনা ফের জোরাল হবে। ব্রিটিশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী দুপুর বারোটা (ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা) নাগাদ হাল্কা বৃষ্টির পর্ব শুরু হতে পারে। ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা (ব্রিটিশ সময় তিনটে)-তে কিছুটা বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।Dark grey clouds seen in the sky of Manchester, England where India will take on New Zealand in the first semi-final of #CWC19 , at Old Trafford today. #INDvNZ pic.twitter.com/aPuSZbT3ih
— ANI (@ANI) July 9, 2019
এর আগে লিগ পর্যায়ে নটিংহ্যামে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। রাউন্ড রবিন পর্বে ম্যাচ ভেস্তে গেলেও আইসিসি রিজার্ভ ডে রাখেনি। কিন্তু নক আউট পর্যায়ে রিজার্ভ ডে রাখা হয়েছে। মঙ্গলবার ম্যাচ সম্পূর্ণ না হলে দুটি দল পরের দিন বাকি খেলা সম্পন্ন করবে। বুধবারও যদি ম্যাচ না হয়, তাহলে বেশি পয়েন্ট থাকায় ভারত ফাইনালে চলে যাবে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















