IND vs NZ: ভারত সফরের কিউয়িদের টেস্ট স্কোয়াড ঘোষণা, ৫ স্পিনার নিয়ে আসছেন উইলিয়ামসনরা
IND vs NZ: তবে ভারতের স্পিনিং ট্র্যাকের কথা মাথায় রেখে ৫ জন স্পিনারকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। ১৫ সদস্যের স্কোয়াডে ২ জন মুখ্য স্পিনার হলেন আজাজ পটেল ও মিচেল স্যান্টনার।
ওয়েলিংটন: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারত সফরে আসতে চলেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেখানে ২টো টেস্টের সিরিজ খেলবে কিউয়িরা। এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোমের মতো তারকা প্লেয়ারকে ছাড়াই দল পাঠানো হচ্ছে ভারত সফরে। তবে ভারতের স্পিনিং ট্র্যাকের কথা মাথায় রেখে ৫ জন স্পিনারকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। ১৫ সদস্যের স্কোয়াডে ২ জন মুখ্য স্পিনার হলেন আজাজ পটেল ও মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বোল্ট ও গ্র্যান্ডহোমের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘ট্রেন্ট এবছর ইতিমধ্যেই ৬০ দিন কড়া আইসোলেশনে কাটিয়ে ফেলেছে। কলিন সম্প্রতি পাকিস্তান থেকে বাড়ি ফিরেছে। ঘরোয়া মরসুমের জন্য প্রস্তুত হতে দুই ক্রিকেটারের এই সফরটা এড়িয়ে যাওয়াই সেরা বিকল্প ছিল।’
এদিকে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে ওঠার জন্য লড়ছে নিউজিল্যান্ড দল। আফগানিস্তানের বিরুদ্ধে রবিবারের ম্যাচে তাঁরা জয় পেলে ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেতে পারে। ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি সাক্ষাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের হারতে হয়েছে বিরাটদের। ফলে টুর্নামেন্টে সেমিতে ওঠার রাস্তা কিছুটা কঠিন হয়ে গিয়েছে ভারতের জন্য। চলতি বছরেই টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এছাড়া ২ বছর আগে বিশ্বকাপ সেমিফাইনালেও হার হজম করতে হয়েছিল। সেই অর্থে দেখতে গেলে কিউয়িদের বিরুদ্ধে সাম্প্রতিক ফর্ম একদমই ভল নয় টিম ইন্ডিয়ার। দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে কেমন খেলে বিরাট বাহিনী, সেদিকেই তাকিয়ে সবাই।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, আজাজ পটেল, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইল সমারভিল, টিম সাউদি, রস টেলর, উইল ইয়ং ও নেইল ওয়াগনার।
আরও পড়ুন: বিরাটই সেদিন বাগানে ফুল ফুটিয়েছিলেন, স্মৃতি উসকে দিল সবুজ মেরুন ক্লাব