Virat Kohli Birthday: বিরাটই সেদিন বাগানে ফুল ফুটিয়েছিলেন, স্মৃতি উসকে দিল সবুজ মেরুন ক্লাব
Virat Kohli Birthday: আজ বিরাট কোহলির জন্মদিন। ৩৩ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তাঁর জন্মদিনে নিজের সোশ্যাল সাইটে ১২ বছর আগের সেই ছবি পোস্ট করেছে সবুজ মেরুন ক্লাবটি।
কলকাতা: বিরাট কোহলি মোহনবাগানের জার্সিতে সেঞ্চুরি হাঁকাচ্ছেন। ছবিটা অবাক করার মতো হলেও এটাই সত্যিই হয়েছিল। সালটা ২০০৯। পি সেন মেমোরিয়াল ট্রফি খেলতে কলকাতায় এসেছিলেন বিরাট। বাগানের জার্সিতে সেদিন টাউন ক্লাবের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন ভারত অধিনায়ক। তাঁর সেঞ্চুরির ওপর ভর করেই মূলত ফাইনালে ৯৭ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। সেই স্মৃতিই এবার উসকে দিল গঙ্গাপাড়ের ক্লাবটি।
আজ বিরাট কোহলির জন্মদিন। ৩৩ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তাঁর জন্মদিনে নিজের সোশ্যাল সাইটে ১২ বছর আগের সেই ছবি পোস্ট করে সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে লেখা হয়েছে, ''২০০৯ সালে ফিরে যাচ্ছি আমরা। যেদিন ইডেনে ১২১ বলে ১৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তিনিই পি সেন মেমোরিয়াল ট্রফির ফাইনালে টাউন ক্লাবের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে নেতৃত্ব দিয়েছিলেন।''
#Mariners let's wish Indian captain @imVkohli a very Happy Birthday! 🙌🥳
— Mohun Bagan (@Mohun_Bagan) November 5, 2021
We look back on memories from 2009 when @imVkohli set the Eden Gardens on fire with a 121-ball 184 that guided Mohun Bagan to a 97-run victory over Town Club in the P Sen Trophy final.#JoyMohunBagan pic.twitter.com/3Wk3s7NVFd
এদিকে জন্মদিনে স্বামীকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। দু'জনের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন আবেগঘন ক্যাপশন। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'এই ছবি এবং তোমার জীবন যাপনের ধরনে কোনও ফিল্টারের প্রয়োজন নেই। তুমি অন্তর থেকে সৎ এবং ইস্পাতের মতো সাহস। এমন সাহস যা সন্দেহকে এক নিমেষে ফিকে করে দেয়। তোমার মতো অন্ধকার থেকে নিজেকে টেনে বের করতে পারে এমন আর কাউকে আমি চিনি না। তুমি নির্ভয়, নিজের মধ্যে কোনও কিছু সারাজীবন চেপে রাখো না, তাই তুমি বেশি উন্নতি করতে পারো। আমি জানি আমরা সোশ্যাল মিডিয়ায় একে অন্যের সঙ্গে কথা বলার লোক নই, কিন্তু কখনও কখনও আমার ইচ্ছে করে চিৎকার করে গোটা পৃথিবীকে বলি যে তুমি কতটা দুর্দান্ত একজন মানুষ এবং যাঁরা তোমাকে কাছ থেকে চেনে তাঁরা কতটা সৌভাগ্যবান। সবকিছু উজ্জ্বলতর ও সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, শুভ জন্মদিন কিউটনেস!'
আরও পড়ুন: ''ওঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক'', রাহুলের সমর্থনে কী বললেন জাদেজা?