![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rohit Record: ছক্কার রাজা! ধোনির রেকর্ড ভেঙে নতুন কীর্তি রোহিতের
Rohit Surpasses Dhoni: ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ১২৩টি ছক্কা মেরেছিলেন ধোনি। সেটাই এতদিন ছিল ভারতের মাটিতে ওয়ান ডে-তে মারা সবচেয়ে বেশি ছক্কার নজির।
![Rohit Record: ছক্কার রাজা! ধোনির রেকর্ড ভেঙে নতুন কীর্তি রোহিতের Ind vs NZ: Rohit Sharma surpasses MS Dhoni to become most number of sixes in ODIs in India Rohit Record: ছক্কার রাজা! ধোনির রেকর্ড ভেঙে নতুন কীর্তি রোহিতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/18/d3ddcd144b404570a88578df148c0f4e167403159124250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: নিউজিল্যান্ডের হেনরি শিপলের বল এক্সট্রা কভারের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে ফেলে দিয়ে নতুন এক কীর্তি গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। শিপলেকে ছক্কা মেরে ভেঙে দিলেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) রেকর্ড।
ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে দারুণ এক রেকর্ড ছিল ধোনির ঝুলিতে। ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ১২৩টি ছক্কা মেরেছিলেন ধোনি। সেটাই এতদিন ছিল ভারতের মাটিতে ওয়ান ডে-তে মারা সবচেয়ে বেশি ছক্কার নজির। সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত। শিপলেকে মারা ছক্কা ছিল দেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে রোহিতের মারা ১২৪তম ছক্কা। ধোনির রেকর্ড ভেঙে নতুন মাইল ফলক তৈরি করলেন রোহিত।
বুধবার হায়দরাবাদে শিপলেকে আরও একটি ছক্কা মারেন রোহিত। পুল করে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যারের ওপর দিয়ে। ৩৮ বলে ৩৪ রান করে ব্লেয়ার টিকনারের বলে আউট হন তিনি। আপাতত দেশের মাটিতে ১২৫টি ছক্কা রয়েছে রোহিতের।
শীর্ষে ওঠার সুযোগ
শ্রীলঙ্কাকে ঘরের মাটিতে ওয়ান ডে সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করেছে ভারত (Indian Cricket Team)। টিম ইন্ডিয়ার পরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যাদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারত (Ind vs NZ)। বুধবার হায়দরাবাদে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। এই সিরিজে ভারতের সামনে একটা বিরাট সুযোগ রয়েছে। ওয়ান ডে-তে বিশ্বের সেরা দল হয়ে উঠতে পারে ভারত।
কীভাবে?
এই সিরিজের আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত (Team India)। অন্যদিকে নিউজিল্যান্ড হারিয়েছে পাকিস্তানকে। আপাতত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ওয়ান ডে-র চার নম্বর দল ভারত। তাদের সংগৃহীত পয়েন্ট ১১০। ১১৭ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ভারত যদি চলতি ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়, তাহলে নিউজিল্যান্ডকে সরিয়ে বিশ্বের সেরা ওয়ান ডে দল হবে ভারতই।
সাম্প্রতিক আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের দুই নম্বর দল ইংল্যান্ড। তাদের সংগ্রহে ১১৩ পয়েন্ট। ১১২ পয়েন্ট রয়েছে অস্ট্রেলিয়ার। ভারত যদি নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে, তাহলে এক লাফে তিনটি দলকে পেরিয়ে শীর্ষে উঠে আসবেন রোহিত শর্মারা।
আরও পড়ুন: চোখ ধাঁধানো আলোয় সেজে উঠেছে বাড়ি! কবে বিয়ে রাহুল-আথিয়ার?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)