Ind vs NZ: আজ টি-২০ সিরিজের ভাগ্য নির্ধারণ, চাহালের পরিবর্তে সুযোগ উমরনের?
Team India: আমদাবাদে আজ, বুধবার টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচেও কি পিচ বিতর্ক তাড়া করবে?

আমদাবাদ: লখনউ ম্যাচের পিচ নিয়ে এখনও বিতর্ক চলছে। যে ম্যাচে ৯৯ রান তুলেছিল নিউজিল্যান্ড (Ind vs NZ)। আর সেই রান তাড়া করে রীতিমতো কষ্টসাধ্য ছিল ভারতের (Team India) জয়। আমদাবাদে আজ, বুধবার টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচেও কি পিচ বিতর্ক তাড়া করবে?
সেরকম কোনও পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। বরং মনে করা হচ্ছে, আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বড় রানের ম্যাচ হবে। যে কারণে ভারতের প্রথম একাদশে বদলের চিন্তাভাবনাও চলছে। আগের ম্যাচে কুলচা জুটিকে খেলিয়েছিল ভারত। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল - দুজনই খেলেছিলেন। বুধবার আমদাবাদে চাহালকে বাদ দিয়ে উমরন মালিককে খেলানো হতে পারে প্রথম একাদশে।
নজরে থাকবেন ঈশান কিষাণ। যিনি ডিসেম্বরে ওয়ান ডে ম্যাচে এক ইনিংসে ২১০ রান করে হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু পরের আট ইনিংস মিলিয়ে তার অর্ধেক রানও করতে পারেননি। তবে রাহুল দ্রাবিড় কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর সকলকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষপাতী। যে কারণে ঈশানের জায়গা নিয়ে প্রশ্ন উঠছে না। তার ওপর উইকেটকিপিংয়ে এই মুহূর্তে আর বিকল্পের কথা ভাবছে না টিম ইন্ডিয়া। বাঁহাতি ব্যাটসম্যান হিসাবেও দলের ব্যাটিং অর্ডারে ভারসাম্যও যোগ করছেন ঝাড়খণ্ডের তরুণ।
গত ২ সপ্তাহে ৬টি ম্যাচ খেলতে হচ্ছে দুই দলকে। ক্লান্তি সরিয়ে ভাল ক্রিকেট খেলা লক্ষ্য দুই দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আপাতত ১-১ অবস্থায়। বুধবারই ঠিক হয়ে যাবে, কাদের হাতে উঠবে ট্রফি।
View this post on Instagram
ঘরের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স ঈর্ষণীয়। গত ১০ বছরে ৫৫টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ভারত। তার মধ্যে ৪৭টিই জিতেছে ভারত। একমাত্র ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা ও ২০১৯ সালে অস্ট্রেলিয়া ভারত থেকে সিরিজ জিতে গিয়েছে। নিউজিল্যান্ড কি সেই তালিকায় নাম লেখাতে পারবে? নাকি শেষ হাসি তোলা থাকবে হার্দিক পাণ্ড্যদের জন্যই?






















