(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NZ, WTC Final Preview:এজিস বোলে ইতিহাসের হাতছানি, আজ টেস্ট ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড
প্রায় দুই বছর ধরে লড়াইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ফাইনালের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের হাতের তাস গোপনই রেখেছে।
সাউদাম্পটন: এজিস বোলে ইতিহাসের হাতছানি। আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ। প্রায় দুই বছর ধরে লড়াইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ফাইনালের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের হাতের তাস গোপনই রেখেছে।
বিশ্ব টেস্ট ক্রিকেটের মহারণে নামার আগে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পায়নি। দলের প্রথম একাদশে অভিজ্ঞদের বেছে নেওয়ার এটাও একটা কারণ। অন্যদিকে, সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলে অনুশীলনের দিক থেকে ভারতের থেকে ভালো অবস্থায় রয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত দুই টেস্টের সিরিজ খেলেছিল গত বছরের শুরুর দিকে। ওই সিরিজে ভারতকে ২-০ হারতে হয়েছিল। ওই সিরিজে ব্ল্যাক ক্যাপসদের বোলিং অ্যাটাকের সামনে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যে আলোচনা চলেছে যে, নিউজিল্যান্ডের বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। কিন্তু সুনীল গাওস্কর ও মন্টি পনিসরের মতো বিশেষজ্ঞরা মনে করছেন, সাউদাম্পটনে এখন গরম পড়েছে। ফলে এখানকার পিচে রবি চন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার মতো ভারতীয় স্পিনার সাহায্য পেতে পারেন।
তবে আর একটা বিষয় উল্লেখ না করলেই নয়। নিউজিল্যান্ডের বোলাররা বল সুইং করাতে সিদ্ধহস্ত। আর ডিউক বলে তাঁদের কাজটা সহজ হতে পারে। ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে অনেক সময়ই নিউজিল্যান্ডের সুইং বোলারদের সামনে সমস্যায় পড়তে দেখা গিয়েছে। পিচ কিউরেটর সাইমন লি বলেছেন, তিনি চান পিচে পেস ও বাউন্স যেন থাকে।
ভারত ও নিউজিল্যান্ড - পরস্পরের মধ্যে খেলেছে ৫৯ টি টেস্ট ম্যাচ। যার মধ্যে ২১ টি জিতেছে ভারত। ১২ টিতে জয় ব্ল্যাক ক্যাপসের। ড্র ২৬ টি ম্যাচ। ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬ টি টেস্টে জিতেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস জুগিয়েছে নিঃসন্দেহে। কিন্তু, টিম ইন্ডিয়ার ধারাবাহিকতা আর দলের দুর্দান্ত ভারসাম্য অবশ্যই উল্লেখ করার মতো। বিশেষ করে ঋষভ পন্থের মতো ফিনিশার রয়েছেন দলে। কখনও স্থিতধী, কখনও ধ্রুপদী টেস্টের চেনা ছক ভেঙে ঝোড়ো টি-২০ মেজাজে ম্যাচ বের করার শিল্প রপ্ত করছেন তিনি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের পারফরমেন্স এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। ওপেনিংয়ে রোহিতের সঙ্গে নামবেন শুভমন গিল। তারপর বিরাটের চওড়া ব্যাট। মিডল অর্ডারে বরাবরের ভরসা আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা। বোলিংয়ে বুমরাহ, ইশান্ত, শামির পেস আর অশ্বিন-জাডেজার ঘূর্ণি উইলিয়ামসনদের সমস্যায় ফেলবে বলেই মনে করা হচ্ছে। শুরু ফাইনাল কাউন্টডাউন। প্রস্তুত যুদ্ধক্ষেত্র।
ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি।